
দ্য ওয়াল ব্যুরো: নীরজের (Neeraj Chopra) ৮৮.১৩ মিটার থ্রো, তাঁকে ইতিহাসের খাতায় তুলে দিয়েছে। অলিম্পিক, ডায়মন্ড লিগে পদক জয়ের পর এবার বিশ্ব অ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships)। একের পর এক বড় ম্যাচে তাঁর সাফল্য এভাবেই ঝরে পড়ছে। তিনি যে অন্যদের থেকে আলাদা তা বারবার প্রমাণ করছেন।
নিজের ৯০ মিটারের স্বপ্নপূরণ না হলেও তিনি অনেক মানুষের স্বপ্নপূরণ করেছেন। ভারতবাসীর মনে আজ শুধুই একটা নাম। সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে আজ তিনিই হিরো। তাঁর কৃতিত্ব নিয়ে গল্প চলছে সর্বত্র। চায়ের দোকান থেকে ক্লাবের ঘর, সবকিছুই আজ নীরজ-ময়।
আজ সকালে যখন নীরজ জ্যাভলিন হাতে ইতিহাস লিখছেন তখন অনেকেই টিভির পর্দায়, বা মুঠো ফোনে চোখ রাখতে পারেননি। যদি সেই ঐতিহাসিক মুহূর্ত না দেখে থাকেন তবে আপনার জন্য রইল তারই এক ঝলক—
নীরজ পরিশ্রমের ফল পেয়েছে, ছেলের কৃতিত্বে উচ্ছ্বসিত মা, নাচছে পানিপথ