
দ্য ওয়াল ব্যুরো: দেশের সেরা সংসদ এলাকা নির্বাচিত হয়েছে কেরলের ওয়ানাড (Wanad)। নীতি আয়োগ দেশের ৫৪৩টি লোকসভা আসনের একটি তালিকা তৈরি করেছে সংসদীয় এলাকায় (parliamentary constituency) কাজের গতির হার এবং সাংসদের তৎপরতার মানদণ্ডের নিরিখে। প্রতিবারই এই তালিকা প্রকাশিত হয়ে থাকে। এবার তা বিশেষ তাৎপর্য বহন করার কারণ, ওয়ানাডের সাংসদ কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নীতি আয়োগকে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি ও আরএসএসের আখড়ায় পরিণত করেছে বলে বিরোধীদের অভিযোগ। দেশের উন্নয়ন পরিকল্পনা রূপায়ণে সেই সংস্থার সুপারিশে রাহুলের সংসদীয় এলাকা সেরার সেরা নির্বাচিত হওয়ায় রাজনৈতিক মহলে এই খবর অন্য মাত্রা পেয়েছে।
তাছাড়া কেরলে এখন সিপিএমের সরকার। জাতীয় স্তরে দুই দলের বোঝাপড়া থাকলেও রাজ্যে সাপে-নেউলে সম্পর্ক তাদের। হালে ওয়ানাডে দু দলের বিরোধ সংঘর্ষের আকার নেয়। ভাঙচুর হয় রাহুল গান্ধীর স্থানীয় অফিসে।
এমনকী ভারত জোড়ো যাত্রায় বেরনো রাহুল কেরলেই একমাত্র শাসক দলের অসহযোগিতার মুখোমুখি হয়। একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠে রাহুলদের রাত কাটানোর অনুমতি শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। এছাড়া, সিলভারলাইন রেল এবং গভীর সমুদ্র বন্দর নিয়েও রাজ্য সরকারের সঙ্গে তুমুল লড়াই চলছে কংগ্রেসের।
কিন্তু এই বিরোধের ছাপ রাহুলের সংসদীয় কেন্দ্রে পড়েনি। নীতি আয়োগ শিক্ষা, স্বাস্থ্য, জন পরিষেবা, পুষ্টি ইত্যাদির ক্ষেত্রে সাংসদ তহবিলের অর্থের খরচ এবং প্রকল্পের রূপায়ণ ও সাধারণ মানুষের প্রাপ্তির নিরিখে ১১২টি সংসদীয় এলাকাকে চিহ্নিত করেছে। সেরার সেরা হয়েছে রাহুলের ওয়ানাড।
উল্লেখযোগ্য হল, রাহুলের আগের নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের আমেথিতে গত লোকসভা ভোটে তিনি হেরে যান অনুন্নয়নের অভিযোগে। এছাড়া এলাকায় সময় না দেওয়ার অভিযোগও ছিল। সেই সঙ্গে বিজেপির পালে বাড়তি হাওয়া তো ছিলই। ওয়ানাডে রাহুল তুলনায় বেশি সময় দেন। তাছাড়া কেরল কংগ্রেসও রাহুলের কেন্দ্র নিয়ে সদা তৎপর থাকে।
মেডিক্যাল কলেজে ধুন্ধুমার! ছাত্রভোটের দাবিতে বিক্ষোভ, ভোগান্তি রোগী পরিষেবায়, রুজু হল মামলাও