Latest News

Visvabharati Death: বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রাবাস থেকে উদ্ধার বারো ক্লাসের ছাত্রের দেহ

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীর পাঠভবনের (Visvabharati Death) হোস্টেল থেকে উদ্ধার হল দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার দেহ। মৃত ছাত্রের নাম অসীম দাস। সে বিশ্বভারতী পাঠভবনের ছাত্রাবাসে থাকত। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

আরও পড়ুন: শিক্ষায় ৮০০ কোটি বিনিয়োগে ৫ সংস্থার মৌ স্বাক্ষর বিজিবিএসে

বৃহস্পতিবার সকালে হোটেলের ভেতরে ঝুলন্ত অবস্থায় ওই পড়ুয়াকে দেখতে পায় তার সহপাঠীরা (Visvabharati Death)। খবর দেওয়া হয় পুলিশকে। পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই ছাত্র আত্মঘাতী হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে কী কারণে ওই পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নিল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

Visvabharati Death

কীভাবে এই ছাত্রের মৃত্যু হয়েছে তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। বোলপুর মহকুমা সিয়ান হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন ওই পড়ুয়ার আত্মীয়রা। পাঠভবনের ছাত্রাবাসে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সকাল থেকেই শান্তিনিকেতনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

You might also like