Latest News

স্কুলের বাচ্চাদের মতো আউট হয়েছেন হরমনপ্রীত, বীরু খুঁজে পেলেন ধোনিকে!

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা ক্রিকেট দল টি২০ বিশ্বকাপ থেকে বিদায়ের পরে তুমুল সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে বিশ্ব স্তরে সাফল্য পাওয়ার মতো নার্ভ নেই দলের ক্রিকেটারদের।

সব থেকে বেশি কথা হচ্ছে দলের নেত্রী হরমনপ্রীতের (Harmanpreet Kaur) রান আউট নিয়ে। মাত্র পাঁচ ইঞ্চি তফাতে তিনি আউট হয়ে গেছেন।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলেছেন হরমনের আউট স্কুলের বাচ্চারা করে থাকে। ওই জায়গায় কেউ রান আউট হয়?

সেসময় তিনি ৫২ রানে ব্যাটিং করছিলেন। হরমন উইকেটে থাকলে জিতে যেত ভারতীয় দল। খেলা শেষে ভারত অধিনায়ক জানান, নাসের স্যার এমন বলেছেন? আমি জানি না। তবে আমি এরকম আউট আগে দেখেছি যেখানে ব্যাট মাটিতে আটকে গেছে। আমারও তেমন হয়েছিল। একেক জনের একেক রকম দৃষ্টিভঙ্গি, এই নিয়ে আমার কিছু বলার নেই।

বীরেন্দ্র সেহবাগ (Virendra Sehwag) আবার হরমনের আউটের সঙ্গে এমএস ধোনির (MS Dhoni) একটা আউটের মিল খুঁজে পেয়েছেন। বীরু একটি টুইট দিয়ে দেখিয়েছেন ধোনি ২০১৯ সালের বিশ্বকাপ সেমি ফাইনালে এই ভাবে মাটিতে ব্যাট আটকে আউট হয়ে গিয়েছিলেন।

বীরু মনে করছেন এই আউট সত্যিই দুর্ভাগ্য জনক। তবে হরমনের ওই রান আউট না হলে ভারত জিতে যায়।

কামিন্স এখনই ভারতে আসতে পারছেন না, তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কে?

You might also like