Latest News

বিরাটের গ্যারেজ রাতারাতি ফাঁকা, বিক্রি করলেন প্রায় সব গাড়ি! কী বললেন কোহলি

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয়দের মধ্যে গাড়ি প্রেম নতুন নয়। মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি (Virat Kohli), সকলের গ্যারেজেই রয়েছে বিভিন্ন মডেলের চার চাকা ও বাইক। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেইসব গাড়ির ছবি দিয়ে পোস্টও করেন। কিন্তু হঠাৎ বিরাট কোহলির হল কী? নিজেই জানালেন, প্রায় সব গাড়িই বিক্রি (Cars Sell) করে দিয়েছেন তিনি!

কেন এমন করলেন বিরাট, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। বিরাট কোহলির গাড়ির কালেকশন দেখে অনেকেই হিংসা করেন। গ্যারেজ ভর্তি শুধুই চার চাকা। বিএমডব্লিউ থেকে মার্সিডিজ কী নেই তালিকায়, কিন্তু গাড়ি বিক্রি করে বসলেন বিরাট।

নিজেই খোলসা করলেন গাড়ি বিক্রির কারণ। আরসিবির হয়ে ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে বিরাট জানান, ‘আমার বেশিরভাগ গাড়ি ঝোঁকের বসে কেনা। তারমধ্যে এমন কয়েকটি গাড়ি আমি হয়তো একবার চড়েছি। অনেক গাড়িই পড়ে থাকত গ্যারেজে।’

তিনি আরও বলেন, ‘একটা সময়ের পর আমার মনে হয়েছিল যে এত গাড়ি রেখে কী হবে। তাই বেশিরভাগ গাড়িই বিক্রি করে দিয়েছি। এখন গ্যারেজে যে ক’টা গাড়ি আছে, শুধু সেগুলিই ব্যবহার করি।’

রাত পোহালেই আইপিএল শুরু। ক্রিকেট প্রেমীদের মধ্যে সেই উৎসাহ কম নেই। ক্রিকেট যুদ্ধ শুরুর আগে আরসিবির এই অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষত, বিরাটের সাক্ষাৎকার। অনেকেই বলছেন, ‘অজানা’ বিরাটকে খুঁজে পাচ্ছেন তাঁরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

আইপিএলের মাঝেই কি গ্রেফতার হবেন শামি? কী বলল হাইকোর্ট

You might also like