Latest News

Virat Kohli: বিরাট জ্বরে ইডেন, নায়কের ফর্মে ফেরার আশায় বিভোর কল্লোলিনী

দ্য ওয়াল ব্যুরো: দু’বছর আগে শেষবার ইডেনেই (Eden) সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তারপর আর সেঞ্চুরি নেই ভারতীয় ক্রিকেটের বেতাজ বাদশার।

বুধবার আইপিএলের ম্যাচে প্রিয় ইডেনে নামতে চলেছেন কোহলি। তিনি আরসিবি দলের আর দলনেতা নেই, তারপরেও তাঁকে ঘিরে যা আকর্ষণ, তাতে তিনিই তো ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়, সেটি না বললেও চলে।

ইডেন সবসময় নায়কদের দুঃসময়ে পাশে থেকেছে। সে আজহার হোক কিংবা ভিভিএস লক্ষ্মণ, কিংবা অনেক আগের গুণ্ডাপা বিশ্বনাথ। বারবার রানের ঝুলি উপহার দিয়েছে নায়কদের।

David Miller: তিন ছক্কায় ম্যাচ জেতানো মিলারই গুজরাতের ‘আলাদিন’

সেই রানের খরা কি মিটবে কোহলির। দর্শকরা সেই নিয়ে ভাবতে রাজি নন। তাঁরা মাঠে আসেন কোহলিদের জন্য, তাঁদের নামে ডাক দিয়েই তারা ক্ষান্ত থাকেন না, বরং প্রহর গোনেন নায়কদের ব্যর্থতার ছায়া যাতে সরে যায়।

ইডেনে ভিড় করা সমর্থকদের একাংশই কোহলির ফ্যান। তাঁরা যেমন চায় ভাল ক্রিকেট, পাশাপাশি আবার কোহলি রানে ফিরুক, সেটিও সমানভাবেই প্রত্যাশা করছেন।

টানটান লড়াইয়ের অপেক্ষা। লখনউ বনাম বেঙ্গালুরু, যে দল জিতবে, তারা কোয়ালিফায়ার টু-তে যাবে, আর যে হারবে তাদের আইপিএলের অভিযান শেষ হয়ে যাবে।

বেঙ্গালুরু একবারও আইপিএল জেতেনি। অথচ তারা শুরু থেকেই হেভিওয়েট দল। খেতাব তাদের অধরাই থেকে গিয়েছে। এতদিন বিরাট কোহলি অধিনায়ক ছিলেন, দল খেতাব পায়নি। ফাফ ডু প্লেসির হাত ধরে চ্যাম্পিয়ন হবে আরসিবি?

You might also like