
দ্য ওয়াল ব্যুরো: এটাই তো ক্রিকেট, এটাই তো স্পোর্টসম্যান স্পিরিট। বিরাট কোহলির (Virat Kohli) নিজের জন্য ক্রিকেট খেলেন না, তিনি খেলেন দেশের হয়ে, এটাই আরও একবার প্রমাণ হল। তিনি ইচ্ছে করলেই পারতেন টি ২০ ক্রিকেটে (T20 Cricket) আরও একটি হাফসেঞ্চুরির মালিক হতে। কিন্তু তিনি মানুষটাই আলাদা, তিনি এই কারণেই নয়া প্রজন্মের কাছে রোলমডেল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে কোহলির কাছে ৫০ রান করার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু দলের স্বার্থের কথা মাথায় রেখে নিজের কথা ভাবেননি। শেষ ওভারে দীনেশ কার্তিককে (Dinesh Karthik) স্ট্রাইক দেন কোহলি। আর কার্তিক শেষ ওভারে ৬ বলে করেন ১৭ রান। ১ রান অতিরিক্ত হয়েছে। শেষ ওভারে হয় ১৮ রান। ইচ্ছে করলেই কোহলি একটি রান করে নিজের মুকুটে একটি নজির নিতে পারতেন। তা তিনি নেননি।
রবিবার ফিনিশার দীনেশ শেষ ওভারে রাবাডার প্রথম বল মিস করার পরে পরের তিন বলে একটি চার ও একটি ছক্কা হাঁকান। চতুর্থ বলে একটি ছক্কা মেরে কার্তিক বিরাট কোহলির কাছে গিয়ে তাঁকে হাফ সেঞ্চুরি পূরণ করার কথা বলেন। বিরাট রাজি হননি, হাত নেড়ে না করে দেন তিনি। কোহলি সতীর্থ কার্তিককে বড় শট খেলতে বলেন।
শেষমেশ কোহলি ৪৯ রানে অপরাজিত থাকেন, আর কার্তিকের ব্যাটেই শেষ হয় ভারতের ইনিংস। কোহলির এই ত্যাগ দেখে তাঁকে নিয়ে পাগলপারা আবেগ। বলাও হচ্ছে, বিরাট নিজের জন্য নয়, দেশের জন্যই খেলেন, সেটি প্রমাণিত।
মহাষ্টমীর পুজোয় অঞ্জলি দিলেন সৌরভ, দাদাকে দেখতেই উপচে পড়ল পাড়ার মণ্ডপ