Latest News

ইনস্টাগ্রামে পোস্ট করে কোটি কোটি আয়! জানেন বিরাট কোহলির উপার্জন কত

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকেই কোটি কোটি টাকা আয় করেন তারকারা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যিই। তবে সেই আয়ের পরিমাণ জানলে চোখ কপালে ওঠার জোগাড়। প্রথমেই ধরা যাক, বিরাট কোহলির (Virat kohli) কথা। আপনি কি জানেন এই প্রাক্তন ভারতীয় অধিয়ানক ইনস্টাগ্রামে প্রতি পোস্ট (Intagram Post) পিছু কত উপার্জন করেন?

তাহলে জেনে নেওয়া যাক। ভারতীয় তারকাদের মধ্যে কোহলি একমাত্র, যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০০ মিলিয়নেরও বেশি। এমন জনপ্রিয় তারকা রোজ কিছু না কিছু শেয়ার করছেন ইনস্টাগ্রামে। কিন্তু সেই থেকেও তিনি যা আয় করছেন তা এক কথায় অবিশ্বাস্য। হোপার এইচকিউ ২০২২ ইনস্টাগ্রাম রিচ লিস্ট অনুসারে কোহলি ইনস্টাগ্রাম প্রতি পোস্ট পিছু আয় করেন ৮.৯ কোটি টাকা!

ইনস্টাগ্রামে কোহলির জনপ্রিয়তা এবং বিশাল অনুগামীদের তালিকা তাঁকে ব্যাপক আয়ের পথ দেখিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এখন বিশাল আয়ের রেকর্ড গড়েছেন। শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকেই প্রতি পোস্ট পিছু আয় করেন ১০.০৮৮ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৯ লক্ষেরও বেশি।

ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যার নিরিখে বিশ্বের ক্রীড়াজগতের তারকাদের মধ্যে কোহলি আছেন ৪ নম্বরে। এশিয়ার মধ্যে বিরাট একমাত্র তারকা যিনি প্রথম বিশের তালিকায় রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন ২৭ নম্বরে। প্রতি পোস্ট পিছু তাঁর আয় ৩.৪৫ কোটি টাকা।

এই তালিকায় শীর্ষে রয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাঁর আয়ের পরিমাণ পোস্ট পিছু ১৯ কোটিরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন মডেল কাইলি জেনার। আয় করেন ১৫ কোটি টাকা। লিওয়ন মেসির আয়ের পরিমাণ পোস্ট পিছু ১৪ কোটি।

5G Phone: ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি ফাইভ জি, দেখে নিন তাদের ফিচার্স

You might also like