Latest News

কোহলির ৩২, জন্মদিনে ‘বিরাট’ উপহার দিলেন অনুষ্কা

দ্য ওয়াল ব্যুরো:  ক্রিকেটের রাজপুত্র বিরাট কোহলি পা রাখলেন ৩২-এ। এ যেন রূপকথার রাজপুত্রের জন্মদিন পালন! আর তা হবে না বা কেন? জীবনের প্রতি মুহূর্তে পাশে যখন স্ত্রী থাকেন তখন সব ছেলেরাই নিজের স্বপ্নের দিকে আরও দু’পা বেশি করে এগিয়ে যান। বিরাটের জীবনে বোধহয় সবচেয়ে বড় উপহার দিয়েছেন তাঁর স্ত্রী। জন্মদিনে শুভেচ্ছার জোয়ার নেমেছে ‘বিরুষ্কা’র জীবনে। শুধু দেশ নয়, শুভেচ্ছা বার্তা এসেছে বিদেশ থেকেও। যদিও এই সেলেব দম্পতির জীবন নিয়ে ফ্যানেদের মধ্যে কৌতূহলও সবসময়  থাকে তুঙ্গে। আর তাঁরাও এই ব্যাপারটাকে বেশ উপভোগও করেন।

ভারত অধিনায়ক তাঁর ৩২তম জন্মদিন পালন করলেন দুবাইতে। যেহেতু আইপিএল চলছে, তাই বিরাট এখন সস্ত্রীক রয়েছেন দুবাইতে। জন্মদিনের বিশেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন স্ত্রী অনুষ্কা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সদস্যরা। একেবারে নতুন ভাবে দেখা গেল ‘ মম টু বি অ্যান্ড পাপা টু বি’ কে।

জন্মদিনে কেক কেটে উদযাপনের পর অনুষ্কা সকলের সামনে বিরাটকে জড়িয়ে ধরেন এবং চুমু খান। সেই মুহূর্তের চুম্বনের ছবি কয়েক সেকেন্ডের মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কালো পোশাকে তাক লাগিয়েছেন বিরাট-বধূ। তিনি নিজেই তাঁর ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করেন নিজেদের ছবি। আর সঙ্গে সঙ্গেই সেই ছবি তারকা থেকে সাধারণ মানুষ সকলেরই মন জয় করে নেয়। মৌনি রায়, সোনালি বেন্দ্রে, প্রিয়াঙ্কা চোপড়া থেকে তাহিরা কাশ্যপ সকলেই তাঁদের এই ছবিতে ‘হার্ট’ স্মাইলি কমেন্ট করেন।

জন্মদিনের দিন আরসিবি-র সদস্যরাও কেক কেটে পালন করেন তাঁদের দলের অধিনায়কের জন্মদিন। সেখানেও উপস্থিত ছিলেন স্ত্রী অনুষ্কা।  ইন্টারনেটে বিরাটের সারা গায়ে, মুখে কেক লেগে থাকার ছবি দেখে ফ্যানেদের যথেষ্টই মন ভাল হয়ে গেছে। সম্প্রতি আইপিএলের একটি ম্যাচে লাল পোশাকে অনুষ্কাকে মাঠে হাজির হতে দেখা যায়। বিরাট যে শুধু দক্ষ অধিনায়কই নন, একজন যত্নবান স্বামীও সেই কথা আবারও সেই দিন মাঠে প্রমাণিত হয়ে যায়। খেলার পর মাঠে সকলের সামনে যখন তিনি স্ত্রীর কাছে জানতে চান, তিনি খেয়েছেন কিনা!

‘বিরুষ্কা’ তাঁদের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতির কথা সকলের সামনে আননে আগস্টে এবং ক্যাপশনে লেখেন যে, “এর পর থেকে আমরা তিন জন, নতুন অতিথি ২০২১-এ আসছে!”


অনুষ্কাকে বড় পর্দায় শেষ দেখা গেছে ২০১৮ তে ‘জিরো’ সিনেমায়। এর পর অবশ্য তিনি কাজ না করলেও, তাঁর প্রোডাকশন হাউস থেকে ‘পাতাললোক’, ‘বুলবুল’-এর মতো ওয়েব সিরিজ এবং সিনেমা মুক্তি পেয়েছে।

You might also like