
রবিবার কেপ টাউনে তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচের সময় একটি ঘটনা ঘটেছে। ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন… বাজার সময় কোহলিকে চুইংগাম চিবোতে দেখা গিয়েছে। সেই ভিডিও কেউ আপলোড করে দিতেই সেটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি সকলেই প্রায় কোহলির মুণ্ডপাত শুরু করে দিয়েছেন।
Virat Kohli busy chewing something while National Anthem is playing. Ambassador of the nation.@BCCI pic.twitter.com/FiOA9roEkv
— Vaayumaindan (@bystanderever) January 23, 2022
অনেকেই আবার জাতীয় সঙ্গীত অবমাননার জন্য প্রাক্তন ভারত অধিনায়কের শাস্তি দাবি করেছেন। কারোর মতে, বিরাট হলেন ভারতীয় খেলাধুলোর অন্যতম সেরা আইকন, তিনি দেশের আন্তর্জাতিক দূত। তিনি কী করে এমনটি করতে পারেন। যেখানে দলের বাকি ক্রিকেটারদের দেখা গিয়েছে, জাতীয় সঙ্গীতে গলা মেলাচ্ছেন, সেইসময় কোহলিকে চুইংগাম চিবোতে দেখা যাচ্ছে, তিনি গানটিও গাইছেন না।
Both are Patriotic but the one in the 2nd pic can't keep his mouth without chewing gum for 2 min while National Anthem is going on….This is not expected. pic.twitter.com/9lhKzK0TZc
— 𝐏𝐫𝐚𝐝𝐞𝐞𝐩 𝐌𝐮𝐧𝐝𝐞 (@PMTweets45) January 23, 2022
কেউ কেউ ওই ভিডিওতে মন্তব্য করেছেন, বিরাটের সমস্যা হল তিনি নিজের ইগোকে সবসময় দেশের আগে রাখেন, তাতেই বিপত্তি ঘটছে। অনেকে এও বলছেন, কোহলির কাছে এটি আশা করা যায় না, কারণ সীমান্তে যখন জওয়ানরা এই বিশেষ দিনে নিজেদের বলিয়ান দিচ্ছে, সেখানে নেতাজি জন্মদিবসে কী করে এমনটি করতে পারেন ভারতীয় ক্রিকেটের সেরা আইকন!
So King Kohli Daughter Vamika is here cheering her Daddy 😍🥳#INDvSA pic.twitter.com/cyjCs67ViY
— Dilliwali (@imurAlisha) January 23, 2022
এদিকে, এইপ্রথম বিরাট কোহলির কন্যা ভামিকা প্রকাশ্যে এসেছে। এদিন খেলা চলার সময় টিভি ক্যামেরায় দেখা গিয়েছে স্ত্রী অনুষ্কা শর্মা মেয়েকে নিয়ে এসে গ্যালারির সামনে দাঁড়িয়েছেন। তখনই দেখা যায় ভামিকাকে। মিস্টি মেয়েটি সকলের নজর কেড়ে নিয়েছে।
ভারতীয় দল সেইসময় ব্যাটিং করছে, তখনই দেখা যায় অনুষ্কার কোলে ভামিকাকে। এতদিন কন্যার বিষয়ে তাঁরা সতর্ক ছিলেন, প্রকাশ্যে আনেননি। দেশের মাটিতে না দেখালেও বিদেশের মাঠে প্রথম দেখা গেল বিরাট-কন্যাকে। বাবা কোহলিও এদিন ভাল খেলেছেন, তাঁর ৬৫ রান এসেছে ৮৪ বলে, যার মধ্যে ৫টি চার ছিল।