
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত গাড়ির সঙ্গে দৌড়াচ্ছে এক কুকুর। হয়তো এমন চিত্র হামেশাই রাস্তাঘাটে দেখা যায়। কিন্তু যদি চলন্ত গাড়ির সঙ্গে চেন দিয়ে বাঁধা থাকে কোনও কুকুর সে চিত্র খুবই ভয়ঙ্কর। তবে এমনই দৃশ্যের সাক্ষী থাকল রাজস্থানের (Rajasthan) যোধপুর শহর। গাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে হাঁপিয়ে উঠেছে ওই সারমেয়। দাঁড়ানোর উপায় নেই। দাঁড়ালেই গলায় টান পড়ছে, অগত্যা দৌড়তেই হচ্ছে তাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া এমন একটি অমানবিক ভিডিও ঘিরে নিন্দার ঝড় উঠেছে।
মাত্র ১৩ সেকেন্ডের একটি ভিডিও ঝড় তুলেছে নেট পাড়ায়। ভিডিওতে দেখা গেছে, ফাঁকা রাস্তার ওপর দিয়ে একটি সাদা রঙের গাড়ি ছুটে চলেছে। সেই গাড়ির সঙ্গে চেন দিয়ে বাঁধা একটি চারপেয়। গাড়ির সঙ্গে ছুটছে সে। কিন্তু গাড়ির গতির সঙ্গে কি পাল্লা দিতে পারে। মাঝে মাঝেই হাঁপিয়ে উঠছে সে। কিন্তু ভ্রুক্ষেপ নেই চালকের।
ঘটনাটি নজরে আসে এক মোটর বাইক আরোহীর। সে চার চাকা গাড়িটিকে দাঁড় করিয়ে চালককে বারণ করেন এহেন কাজ করতে কিন্তু কোনও লাভ হয়নি। সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। অবিলম্বে ওই চালককে গ্রেফতারের দাবি তোলেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়া সূত্র ধরেই পুলিশ ওই চালককে গ্রেফতার করে। জানা গেছে ধৃত রজনীশ গালা পেশায় একজন চিকিৎসক। কিন্তু কেন তিনি এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এই ঘটনার ফলে কুকুরটির পা ভেঙে গেছে।
বিদায় নিচ্ছে মিগ-২১, যে বিমান নিয়ে পাকিস্তানের এফ-১৬’কে ধাওয়া করেছিলেন অভিনন্দন