Latest News

দায়িত্ব নিলেন কলকাতার নতুন নগরপাল, বিনীতের প্রথম পরীক্ষাই থার্টি ফাস্ট নাইট

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার নতুন নগরপাল হিসেবে বিনীত গোয়েলের নাম জানা গিয়েছিল বৃহস্পতিবারই। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন। লালবাজার থেকে তিলোত্তমার শান্তিরক্ষার দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে।

কলকাতার পূর্বতন পুলিশ কমিশনার সৌমেন মিত্র শুক্রবার আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। তারপরেই দায়িত্ব পেলেন বিনীত গোয়েল। সৌমেন মিত্রের উত্তরসূরী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিনীতকেই বেছে নিতে পারেন সে কথা আগেই লেখা হয়েছিল দ্য ওয়ালের প্রতিবেদনে। সেই মতোই দেখা যায় বৃহস্পতিবার নতুন নগরপাল হিসেবে উঠে আসে তাঁর নাম। পুলিশ মহলে বেশ দাপুটে হিসেবেই তিনি পরিচিত। ১৯৯৪-এর ব্যাচের আইপিএস বিনীত।

 

দায়িত্ব নেওয়ার পর আপাতত বিনীত গোয়েলের সামনে প্রথম এবং একমাত্র লক্ষ্য উৎসবের মরসুমে কোভিড পরিস্থিতির মোকাবিলা করা। বছরের শেষ দিনে আনন্দ উৎসবে মাততে চলেছে তিলোত্তমা। ইতিমধ্যেই শহরের বিশেষ বিশেষ স্থানে প্রচুর মানুষ জড়ো হতে শুরু করেছেন। তার মধ্যেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে কোভিড। নির্দিষ্ট বিধিনিষেধ মেনে ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারির উৎসব যাতে পালিত হয়, সেটাই এখন নতুন নগরপালের সামনে প্রধান চ্যালেঞ্জ। কারণ কোভিডো তার নতুন স্ট্রেন ওমিক্রনের ঊর্ধবমূখী গ্রাফের মাঝেই বড়দিনের পার্কস্ট্রিট কেমন জনসমুদ্র দেখেছিল তা বলাই বাহুল্য। বছর শেষে সেই হুল্লোড়ে রাশ টানা যাবে কি?

নতুন পুলিশ কমিশনারের অনেক কাজ। বিনীত গোয়েল প্রশাসনের মধ্যে করিৎকর্মা হিসেবে পরিচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর উপর ভরসা করেন বলে শোনা যায়। ফলে তাঁর নামটাই পরবর্তী পুলিশ কমিশনার হিসেবে এগিয়ে ছিল। কয়েক মাস আগে নিউটাউনে পাঞ্জাবের দুই সন্ত্রাসবাদীকেই ঘিরে ধরেছিল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেই অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন এসটিএফের প্রধান বিনীত গোয়েল।

You might also like