
চুঁচুড়ায় স্বামী-সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী! দাম্পত্যে ফাটল ভ্যালেন্টাইন্স ডে’তেই
সূত্রের খবর, সম্প্রতি ওই প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বিয়ে করেছেন। সেই উপলক্ষ্যে শনিবার স্কুল ছুটির পর শিক্ষক-শিক্ষিকা ও স্কুল পরিচালন কমিটির সদস্যদের নিয়ে ভোজের আসর বসে। খাওয়াদাওয়ার পাট চুকে যাওয়ার পর শিক্ষক-শিক্ষিকারা যে যার বাড়ি চলে যান। কিন্তু সোমবার সকালে স্কুল শুরু হলেই গ্রামবাসীদের একাংশ পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্কুলের পঠনপাঠন বন্ধ করে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুলের মাঠে আস্ত পাঁঠা কাটা হয়েছে। সেইসঙ্গে শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা স্কুলের ভিতরেই মদ্যপান করেন।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মাইপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উল্টে তাঁর দাবি বিক্ষোভকারীরা চাপ দিয়ে মুচলেকা লিখিয়ে নিয়েছে।
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই ঘটনায় কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। সংসদ চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন দোষ প্রমাণিত হলে শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপাতত বুধবার পর্যন্ত এই প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ থাকবে। গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে স্কুল খোলার চেষ্টা করা হবে।