Latest News

ঘর পেতে মালদহে সড়ক অবরোধ, জয়েন্ট ভিডিওর সামনে তৈরি হল নতুন তালিকা

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: এবার আবাস যোজনায় ( Awas Yojona ) ঘর পাওয়ার জন্য রাজ্য সড়ক অবরোধ ( Road Block ) করলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার হবিবপুর বুলবুলচণ্ডী অঞ্চল অফিসের সামনে মালদহের ( Maldah ) নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা।

বাসিন্দাদের অভিযোগ, যাঁদের দোতলা বাড়ি রয়েছে, আবাস যোজনায় তাঁরাই ঘর পাচ্ছেন। গরীব মানুষের জন্য তৈরি হওয়া সরকারি প্রকল্পের ঘর তৈরির টাকা এই ভাবে নয়ছয় হচ্ছে।

বুলবুলচণ্ডী অঞ্চলের একাধিক এলাকা সহ কচুপুকুর, ঝিনিপুকুরের অনেকেই বাড়ি পাননি। লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তাঁদের নাম এমনটাই অভিযোগ উঠছে। বিক্ষোভকারীদে দাবি, এই ভাবে তাঁদের বঞ্চিত করা যাবে না। ঘর দিতে হবে।

গাছ থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছে বাঘের দেহ! গ্রামবাসীরাই কি পিটিয়ে মেরে ঝুলিয়ে দিল

বিক্ষোভের খবর পেয়ে হবিবপুর ব্লকের জয়েন্ট বিডিও আবির দত্ত ঘটনাস্থলে যান। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীদের দাবি মেনে জয়েন্ট ভিডিওর সামনেই আবার নতুন করে নামের তালিকা করা হয়। অবশেষে ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। প্রায় ঘণ্টাখানেক পরে রাজ্য সড়কে স্বাভাবিক হয় যান চলাচল।

You might also like