Latest News

তুরস্কের ভূমিকম্পে মৃত্যু ২৫০০ ছুঁইছুঁই! তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি (Building Collapsed)! আকাশে-বাতাসে শুধু কান্নার আওয়াজ। কোথাও সর্বস্ব হারানোর হাহাকার, কোথাও আবার প্রিয়জনকে হারানোর কষ্ট— সোমবার সকাল থেকে তুরস্ক ও সিরিয়ার চিত্রটা এমনই (Turkey Earthquake)।

গত ২৪ ঘণ্টায় তিনবার কেঁপে উঠেছে তুরস্ক (Turkey)। সেই রেশ গিয়ে পড়েছে প্রতিবেশী দেশ সিরিয়াতেও। সোমবার স্থানীয় সময় ভোর তখন চারটে। প্রথম ভূমিকম্প অনুভূত হয় তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকায়। ঘুমের মধ্যেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বহু মানুষ।

তারপর থেকেই শুরু হয় উদ্ধারকাজ। ভাঙা বাড়ির ধ্বংসস্তূপ হাতড়ে কাছের মানুষকে খুঁজে বেড়াচ্ছেন অসংখ্য মানুষ। ছিন্নভিন্ন, রক্তাক্ত লাশের স্তূপের ওপর উড়ে বেড়াচ্ছে মাছি। সেই মাছি তাড়াচ্ছেন কেউ কেউ। যতই মৃত হোক, তিনি তো কারওর না কারওর বাবা-মা-সন্তান। সেইসঙ্গে বুক ফাটা কান্না তুরস্কের আকাশ ভারী করে তুলেছে।

একবার নয়, একইদিনে তিন তিনবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ১৯৩৯ সালের অগাস্ট মাসে এমনই এক প্রলঙ্কর ছবি দেখেছিল দেশটি। পরপর দু’টি ভূমিকম্পে ২০ হাজার মানুষের মৃত্যুর পর এই প্রথম এত বড় বিপর্যয়ের মুখে তুরস্ক। দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা আড়াই হাজার ছুঁইছুঁই। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ২৩০৮ জন। যাঁদের মধ্যে ১৪৯৮ জনের মৃত্যু হয়েছে তুরস্কে। সিরিয়াতে সেই সংখ্যা ৮১০। যদিও সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ওই দেশের সরকার।

রবিবার রাতেও যে বাড়িটা আকাশে মাথা তুলে দাঁড়িয়ে ছিল, যে বাড়ির মধ্যে থেকে শোনা যাচ্ছিল বাচ্চাদের উল্লাসের চিৎকার, সেই বহুতল নিমেষে মাটির ধুলোয় মিশে গেছে। চিৎকার শোনা যাচ্ছে এখনও তবে তা উল্লাসের নয়, কান্নার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তুরস্ক ও সিরিয়ার ভয়ঙ্কর দৃশ্যের ছবি।

এদিন ভোরে তুরস্কের প্রথম যে ভূমিকম্প অনুভব হয় রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৮। এর পরে ৬.৭ মাত্রার বেশ কয়েকটি ভূকম্প-পরবর্তী কম্পন টের পাওয়া যায়। কম্পনের উৎসস্থল দক্ষিণ তুরস্কে। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে।

প্রথম কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বার কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশ। দুপুরের দিকে ফের একবার কম্পন অনুভূত হয় তুরস্কের খারামানমারাস প্রদেশে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৬। বিকেল গড়াতে না গড়াতেই ফের একবার রিখটার স্কেলে ৬.০ মাত্রায় কেঁপে ওঠে মধ্য তুরস্ক।

ফের ভূমিকম্প! তুরস্কে বিপর্যয় থামছেই না, তীব্র কম্পন সেই একই প্রদেশে, মৃত্যুমিছিল প্রায় ২০০০

You might also like