
দ্য ওয়াল ব্যুরো : গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা কাণ্ডের পরেই জইশ ই মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারকে যাতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়, সেজন্য জোর চেষ্টা শুরু করে ভারত। গত বুধবার সত্যিই মাসুদকে গ্লোবাল টেররিস্ট বলে ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। তার কৃতিত্ব দাবি করেছে আমেরিকা। সেদেশের বিদেশ সচিব মাইক পম্পিও টুইট করেছেন, আমাদের কূটনীতিকদের চেষ্টায় শেষ পর্যন্ত মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা সম্ভব হল।
পম্পিও টুইটে লিখেছেন, রাষ্ট্রপুঞ্জে আমাদের যে কূটনীতিকরা রয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই। তাঁদের চেষ্টার ফলেই রাষ্ট্রসঙ্ঘ মাসুদকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে। অনেকদিন ধরেই আমরা চাইছিলাম, ওই ঘোষণা করা হোক। বুধবার আমেরিকার কূটনীতির জয় হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়লাভ করেছে আন্তর্জাতিক মহল। দক্ষিণ এশিয়ায় শান্তির লক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া গিয়েছে।
Congrats to our team @USUN for their work in negotiating JEM's Masood Azhar's #UN designation as a terrorist. This long-awaited action is a victory for American diplomacy and the international community against terrorism, and an important step towards peace in South Asia.
— Secretary Pompeo (@SecPompeo) May 2, 2019
রাষ্ট্রসঙ্ঘ মাসুদকে গ্লোবাল টেররিস্ট বলে ঘোষণা করার পরে ভারতও দাবি করেছে, আমাদের কূটনীতির জয় হল। পুলওয়ামা হামলার আগে থেকেই চেষ্টা হচ্ছিল যাতে জইশ প্রধানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা যায়। গত দুই দশক ধরে ভারতের অভ্যন্তরে বেশ কয়েকটি বিস্ফোরণ ও জঙ্গি হানায় অভিযুক্ত মাসুদের সংগঠন জইশ ই মহম্মদ। মাসুদের বিরুদ্ধে এর আগে চারবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনা হয়। প্রত্যেকবারই চিনের বাধায় নাকচ হয়ে যায় প্রস্তাব। চিন নিজেকে পাকিস্তানের ‘অল ওয়েদার ফ্রেন্ড’ বলে দাবি করে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি নেতা মৌলানা মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের আপত্তি ছিল। পরে তারা আপত্তি তুলে নেয়।
আমেরিকা বুধবার বলেছে, মাসুদকে কালো তালিকাভূক্ত করার ফলে প্রমাণিত হল, আন্তর্জাতিক মহল পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের মূল ঊপড়ে ফেলতে চায়। হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্তা বলেন, ১০ বছর বাদে চিন মাসুদের ব্যাপারে বাধা তুলে নিল। এতদিনে তারা সঠিক কাজ করেছে। মনে হয় তারা এতদিনে উপলব্ধি করেছে, শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিবৃতি দিলেই হবে না। আন্তর্জাতিক স্তরে এমন কিছু করে দেখাতে হবে যাতে মনে হয়, জঙ্গিদমনে তারা সত্যিই আন্তরিক।
কাশ্মীর নিয়ে হোয়াইট হাউসের ওই কর্তা বলেন, আগেও জইশ নামে গোষ্ঠীটি বড় ধরনের হামলা চালিয়েছে। পুলওয়ামার ঘটনা তার সর্বশেষ উদাহরণ।
পুলওয়ামার ঘটনার পরে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স মিলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মাসুদের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে। কিন্তু চিন তাতে বাধা দেয়।