Latest News

আজই ভিকির গলায় মালা দেবেন ক্যাটরিনা, বিয়ের কার্ডটা দেখেছেন তো

দ্য ওয়াল ব্যুরোঃ অপেক্ষা শেষ। ভিকি কৌশলের গলায় আজই বরমালা পরিয়ে দেবেন ক্যাটরিনা কাইফ। রাজস্থানের দুর্গে জোরকদমে চলছে বিয়ের অনুষ্ঠান, প্রস্তুতি। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিকি-ক্যাটরিনার বিয়ের কার্ড।

হালকা হলুদ আর গোলাপীর ছোঁয়া রয়েছে তাঁদের বিয়ের কার্ডে। আদল অনেকটা যেন ক্যামেরার নেগেটিভ রিলের কায়দায় বানানো। তাতে লেখা রয়েছে ‘ভিকি ওয়েডস ক্যাটরিনা’, সঙ্গে রয়েছে বিয়ের আসরের ঠিকানা এবং তারিখ।

গত তিন দিন ধরে রাজস্থানের সওয়াই মাধোপুরে বসেছে ভি-ক্যাটের বিয়ের আসর। সঙ্গীত মেহেন্দিতে অনুষ্ঠান চলছে জমজমাট। তবে সে অনুষ্ঠান দেখার সুযোগ নেই অনুরাগীদের। বিয়েতে ১২০ জন আমন্ত্রিত, সকলেই চুক্তিপত্র সই করেছেন, কেউ কোনও ছবি বা ভিডিও তুলবেন না। এই বিয়ের স্বত্ব আমাজন প্রাইমে ৮০ কোটি টাকায় বিক্রি করেছেন ভিকি ক্যাটরিনা। সেখানেই সিরিজ আকারে তা মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকে।

You might also like