Latest News

কলেজিয়াম বিতর্কে কেন্দ্রের হয়েই ব্যাট ধরলেন ধনকড়! দিল্লিতে তেড়েফুঁড়ে উঠলেন উপ-রাষ্ট্রপতি

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট এবং দেশের বিভিন্ন হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষমতা কার হাতে থাকবে সেই নিয়ে বর্তমানে বিবাদ তুঙ্গে। কেন্দ্র (Central Government) বনাম সুপ্রিম কোর্টের (SC) বিচারপতিদের মতবিরোধও চলছে। এমন সময় ফের কেন্দ্রের হয়ে ব্যাট ধরলেন দেশের বর্তমান উপ-রাষ্ট্রপতি (Vice-President) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কলেজিয়াম বিতর্কে তিনি যে কেন্দ্রীয় সরকারের হয়েই কথা বলবেন, তা একপ্রকার নিশ্চিত ছিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

শনিবার নয়াদিল্লিতে এলএম সিংভি স্মৃতি স্মারক বক্তৃতায় অংশ নিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়- সহ আরও অনেকে। সেখানেই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালকে বলতে শোনা যায় যে, ‘সংসদে পাশ করা ন্যাশনাল জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আইন বা এনজেএসি খারিজ করে দিচ্ছে শীর্ষ আদালত, এটা সারা বিশ্বের কাছে ক্ষমতায়নের বেনজির প্রদর্শন৷

ধনকড় যখন মঞ্চে দাঁড়িয়ে শীর্ষ আদালতের বিচারপতিদের একহাত নিচ্ছেন, ঠিক সেইসময় তাঁর পাশে বসেছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। যেভাবে এই অনুষ্ঠানে ধনকর বক্তব্য জানানোর সময় চন্দ্রচূড়ের সামনেই তেড়েফুঁড়ে উঠেছিলেন, তাতে স্পষ্ট বোঝা গিয়েছে যে কলেজিয়াম ইস্যুতে বিচারপতি নিয়োগের যাবতীয় ক্ষমতা নিজেদের হাতে নিতে ঠিক কতটা আগ্রাসী হয়ে রয়েছে মোদী সরকার।

আদালতে বিচারপতি নিয়োগের ভার কেন্দ্র নাকি শীর্ষ আদালতের বিচারপতিদের হাতে থাকবে, এই নিয়ে মতবিরোধের মধ্যেই উপ রাষ্ট্রপতির এইধরনের মন্তব্য বেশ চাঞ্চল্যকর। এর পাশাপাশি এই কলেজিয়াম ইস্যুতেই ধনকড় আরও জানান যে, ‘নীতি পরিবর্তন হতে পারে না, এমন কথা তো কোথাও বলা নেই।’ তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা হল, ক্ষমতা শুধুমাত্র সুপ্রিম কোর্টের কুক্ষিগত হয়ে থাকবে না। কেন্দ্র সরকারেরও এতে সমান অধিকার আছে। আর মোদী সরকার এখন সেই বদলটাই আনতে চাইছে।

তবে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড় যখন কেন্দ্রের হয়ে ব্যাটিং করছেন, ঠিক সেইসময় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এম আর শাহ এবং সিটি রবিকুমার পাল্টা বাউন্সার দিয়েছেন ধনকড়ের দিকে। তাঁরা জোরালো সওয়াল করেছেন পুরনো কলেজিয়াম প্রথার পক্ষেই৷ প্রায় হুঁশিয়ারির সুরেই তাঁদের বলতে শোনা যায় যে, ‘এই কলেজিয়াম প্রথাকে বেলাইন করার চেষ্টা করবেন না। আমরা অর্থাৎ বিচারবিভাগই সব থেকে স্বচ্ছ প্রতিষ্ঠান।’

মেয়েকে কোচিং থেকে আনতে যাচ্ছিলেন, রাজস্থানে গ্যাং ওয়ারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ১ পথচারীর

You might also like