Latest News

জলপাইগুড়ির তৃণমূল নেতার পুজোয় হুলস্থূল, প্রতিমার পায়ের তলায় ঘুরছিল বিষধর ব্যান্ডেড ক্রেট

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পুজো প্যাণ্ডেলের (Durga Puja) ভিতর ঘুরে বেড়াচ্ছিল প্রবল বিষধর ব্যান্ডেড ক্রেট সাপ (snake)। এদিকে মণ্ডপের ভিতরে তখন খেলে বেড়াচ্ছে বাচ্চাকাচ্চারা। এমতাবস্থায় অমন বিষধর সাপ দেখতে পেয়ে বিশাল আতঙ্ক ছড়ায় সেখানে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) উদয় সংঘ ক্লাবের পুজো।

জানা গেছে, ওই পুজোর প্রধান উদ্যোক্তা জেলা তৃণমূল যুব সভাপতি (TMC leader) সৈকত চট্টোপাধ্যায়। তাঁর পুজোয় এভাবে সাপ ঢুকে পড়ায় হুলস্থূল বাঁধে মণ্ডপে। পঞ্চমীর রাতে এই প্যাণ্ডেলে একদিকে যেমন বাচ্চারা খেলছিল, তেমনই মণ্ডপ তৈরির কাজও চলছিল। সেই সময় ক্লাবের এক সদস্য দেখতে পান ঠিক প্রতিমার সামনে ঘুরে বেড়াচ্ছে একটি হলুদ কালো ডোরাকাটা সাপ।

সাপটিকে দেখামাত্রই ক্লাব সদস্যরা বুঝতে পারেন এটি একটি প্রবল বিষধর ব্যান্ডেড ক্রেট, বাংলায় যাকে শঙ্খিনী সাপ বলা হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে তাদের পরিবেশ কর্মীরা ওই মণ্ডপে আসে। এরপর তাঁরাই সাপটিকে ধরে নিয়ে যায়।

‘মুখ্যমন্ত্রী অনুদান দিয়েছেন তাই…’, মা দুর্গার হাতে দলীয় পতাকা লাগাল তৃণমূল কর্মী

You might also like