Latest News

মিড ডে মিলের জন্য শাকসবজি তুলে আনছে কচিকাঁচারাই! ডিমের বড্ড দাম

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: জিনিসপত্র অগ্নিমূল্য। সাধের ডিমেরও (Egg) দাম বেড়েছে। মিড ডে মিলে (Midday Meal) বাচ্চারা খাবে কী! নিজেদের খাবার তাই নিজেরাই জোগাড় করে আনছে কচিকাঁচারা। মুর্শিদাবাদের এক স্কুলে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ডিমের পুষ্টি শাকসবজিতে (Green Vegetables) মিটছে সেখানে। আর সেই শাকপাতা ছাত্রছাত্রীরা নিজেরাই তুলে আনছে।

মুর্শিদাবাদের (Mursidabad) হরিহরপাড়ার ট্যাংরামারী প্রাথমিক বিদ্যালয়। স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৪৭ জন। প্রত্যেকেই প্রায় প্রতিদিন স্কুলে আসে। সপ্তাহে একদিন মিড ডে মিলে তাদের জন্য ডিম বরাদ্দ রয়েছে। কিন্তু ডিমের যা দাম বেড়েছে তাতে কচিকাঁচাদের জন্য সেই ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই অভিনব পন্থা নিয়েছে মুর্শিদাবাদের এই স্কুল। ছাত্রছাত্রীদেরই বলা হয়েছে শাকপাতা তুলে আনতে, তা স্কুলে রান্না করে দেওয়া হচ্ছে মিড ডে মিলের পাতে।

মিড ডে মিলে এক-একজন ছাত্রছাত্রীর জন্য সরকার থেকে ৪টাকা ৯৮ পয়সা বরাদ্দ রয়েছে। কিন্তু তাতে ডিমের খরচ উঠছে না বলে জানিয়েছেন প্রাইমারি এই স্কুলটির প্রধান শিক্ষক অসীম অধিকারী। আর এই নতুন ব্যবস্থায় বাচ্চাদের মধ্যে একতা বাড়ছে বলেও জানান তিনি। সকলে সকলের জন্য কিছু করতে শিখছে এভাবেই। কারও বাড়িতে লেবুগাছ থাকলে সে আনছে লেবু। একটি লেবু চারজনকে কেটে দেওয়া হচ্ছে। জমে যাচ্ছে মিড ডে মিল।

ডিমের পুষ্টি বজায় রাখতেই শাক জোগাড় করে আনতে বলা হয়েছে বাচ্চাদের, জানিয়েছেন স্কুলের রাঁধুনি নীলিমা বিবি। এছাড়া স্কুলেও কিছু শাকসবজি চাষের ব্যবস্থা করা হয়েছে। তাও তুলে দেওয়া হচ্ছে বাচ্চাদের পাতে।

গ্রামের অনেকের বাড়িতেই শাকপাতার গাছ রয়েছে, আলাদা করে পয়সা দিয়ে তা কিনতে হয় না। বাচ্চাদের মায়েরাই মিড ডে মিলের জন্য পুঁই শাক, কচু শাক, সজনে শাক দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এছাড়া ওই স্কুলে ডাল-তরকারির সঙ্গে সপ্তাহে একদিন থাকছে সয়াবিন। সপ্তাহে একদিন ডিম দিতে পারছে না স্কুল, বাচ্চারা ডিম পাচ্ছে মাসে দু’বার।

তবে এভাবে খুব বেশিদিন চলতে পারে না বলে জানাচ্ছেন সকলেই। বলছেন, হয় মিড ডে মিলে বরাদ্দ আরও বাড়াতে হবে, নয়তো জিনিসপত্রের দাম কমাতে হবে আরও। বাচ্চাদের পুষ্টির কথা ভেবেই মিড ডে মিল ব্যবস্থা চালু করা হয়েছে। সপ্তাহে অন্তত একদিন যাতে তাদের পাতে ডিম তুলে দেওয়া যায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মুর্শিদাবাদের ওই স্কুলের প্রধান শিক্ষক।

আরও পড়ুন: বালুরঘাটের স্কুল থেকে বিপ্লবীদের অস্ত্র উদ্ধার, স্বাধীনতা দিবসের আগে মিলল অমূল্য রতন

You might also like