
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নানান ধরনের দুর্নীতির অভিযোগ নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখন শাসক দলেরই এক কাউন্সিলর অভিযোগ করলেন শৌচাগার চুরির ( Toilet Theft )। এনিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন জলপাইগুড়ি ( Jalpaiguri ) পুরসভার ১২ নং ওয়ার্ডের ওই কাউন্সিলর মণীন্দ্রনাথ বর্মন।
স্থানীয়দের সুবিধার জন্য কমিউনিটি টয়লেট বানিয়েছিল জলপাইগুড়ি পুরসভা। ১২ নং ওয়ার্ডের জয়ন্তীপাড়া এলাকায় ওই শৌচাগারই ভরসা বস্তিবাসীর। কিন্তু সেগুলি ব্যবহারের অযোগ্য। মাস কয়েক আগে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সেখানকার কাউন্সিলর মণীন্দ্রনাথ বর্মন। নজরে আসে জয়ন্তীপাড়া এলাকায় চারটি শৌচাগার বেহাল। বিষয়টি তিনি নবান্নের গোচরে আনেন। নবান্ন এখন পুরসভার শৌচাগারগুলি নতুন করে নির্মাণে উদ্যোগী হয়েছে। সম্প্রতি আরও কয়েকটি কমিউনিটি টয়লেট বেহাল বলে খবর আসে। এরপরই সরেজমিনে দেখতে এলাকায় যান মণীন্দ্রনাথ। তখনই দেখেন একটি শৌচাগার উধাও হয়ে গিয়েছে। শৌচাগারের কোনও অস্তিত্ব নেই।
এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাউন্সিলর মণীন্দ্রনাথ বর্মন। অভিযোগ পত্রে তিনি লিখেছেন, “জলপাইগুড়ি পুরসভার ১২ নং ওয়ার্ডের জয়ন্তীপাড়ায় একটি ভাঙা ও অব্যবহৃত শৌচাগার ছিল। ২৬ জানুয়ারি আমি দেখলাম ওই শৌচাগার ভেঙে দেওয়া হয়েছে। এবং ইট, রড সব চুরি করে নেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি ওই শৌচাগার কে ভাঙল আর কে ইট, রড চুরি করল সেটা খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।”
ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল জানিয়েছেন, কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে।