Latest News

শিগগিরই আসছে স্পুটনিক ভি, ২০ লক্ষ রুশ ভ্যাকসিন আমদানি করছে উত্তরাখণ্ড

দ্য ওয়াল ব্যুরো: ভারতে তৈরি কোভিশিল্ড আর কোভ্যাকসিনের পাশাপাশি তৃতীয় বিকল্প হিসেবে রুশ কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি ছাড়পত্র পেয়েছে। এবার রাশিয়ায় তৈরি সেই ভ্যাকসিনই ভারতে আমদানি করা হবে। স্পুটনিক ভি দেশে কেনার জন্য তৈরি হচ্ছে উত্তরাখণ্ড।

স্পুটনিক ভি-র ২০ লক্ষ ডোজ আগামী দু-মাসের মধ্যে উত্তরাখণ্ডে আমদানি করা হবে, তেমনটাই জানিয়েছে রাজ্য সরকার। এদিন দেরাদুনে এক সাংবাদিক সন্মেলনে উত্তরাখণ্ডের মুখ্য সচিব ওম প্রকাশ জানিয়েছেন এই বিষয়ে তদারকির জন্য রাজ্যের তরফে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থাও করা হয়ে গেছে ইতিমধ্যেই।

এছাড়া ভারতে তৈরি কোভিড ভ্যাকসিনও উত্তরাখণ্ডে পাঠানোর জন্য নির্মাতা সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছেন ওম প্রকাশ। এ ব্যাপারে রাজ্য সরকার অনবরত কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এ পর্যন্ত রাজ্যে যত ভ্যাকসিন এসে পৌঁছেছে তা কোনওভাবেই যথেষ্ট নয়, জানিয়েছেন তিনি।

ইতিমধ্যে উত্তরাখণ্ডে কেন্দ্রের তরফে ৮০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন পাঠানো হয়েছে। রাজ্যে দৈনিক ৬০ টন অক্সিজেন লাগে বলে জানিয়েছেন মুখ্য সচিব। এছাড়া এই দুর্দিনে যাঁরা অক্সিজেন কিংবা কোভিডের অন্যান্য চিকিৎসা সামগ্রী নিয়ে কালোবাজারির চেষ্টা করছেন রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

You might also like