
দ্য ওয়াল ব্যুরো: মোবাইলে গেম খেলতে দেয়নি মা। প্রচুর বকাঝকাও করেছে। তাই মা’কে মেরেই ফেলল ছেলে (Crime)! গুলি করে খুন করে মায়ের দেহ লুকিয়েও রাখল দিন দুয়েক। ঘটনার বীভৎসতায় শিউরে উঠছেন সকলে (Uttar Pradesh)।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বাকে সাপে কেটেছিল! কৃত্রিম ভেন্টিলেশন বানিয়ে অসাধ্য সাধন করলেন ডাক্তারবাবুরা
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে (Uttar Pradesh)। অভিযুক্ত ছেলেটির বয়স এখনও ১৮ ছোঁয়নি। তার বাবার একটি পিস্তল ছিল। তার বৈধ লাইসেন্সও ছিল। সেই পিস্তল দিয়েই সোমবার নিজের মাকে খুন করেছে নাবালক।
পুলিশ সূত্রের খবর, ছেলেটি মোবাইলে সারাদিন গেম খেলত (Uttar Pradesh)। একটি বিশেষ গেমে সারাদিন কাটিয়ে দিত। মা তাকে সেই বদভ্যাস ছাড়তে বলেছিলেন। মায়ের সঙ্গে সেই নিয়েই সোমবার ঝগড়া হয় তার। উত্তপ্ত বাক্য বিনিময়ও চলে বেশ কিছুক্ষণ। মায়ের উপর রাগে দিশাহারা হয়ে পিস্তল হাতে তুলে নেয় ছেলেটি। গুলি চালিয়ে দেয় একেবারে মায়ের মাথায়।
গুলি খেয়ে তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মহিলা। এরপর মায়ের সেই দেহ বাড়িতেই লুকিয়ে ফেলে ছেলেটি। তার একটি ৯ বছর বয়সি বোনও রয়েছে। তার সঙ্গেই বাড়িতে দু’দিন নিজেও লুকিয়ে থাকে। মৃতদেহের গন্ধ ঢাকতে রুম ফ্রেশনার ব্যবহার করত ছেলেটি। বোনকেও ভয় দেখিয়েছিল সে যেন কাউকে কিছু না বলে।
ছেলেটির বাবা তাদের সঙ্গে থাকেন না। তিনি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত।পুলিশের কাছে প্রথমে অপরাধের কথা স্বীকার করতে চায়নি ওই নাবালক। গল্প বানিয়ে বলেছিল তাদের মাকে ইলেক্ট্রিশিয়ান এসে গুলি করে খুন করে গেছে পরে জেরার মুখে সে পুলিশকে জানিয়েছে মাকে সেই নিজের হাতে খুন করেছে।