Latest News

দীপিকার বিয়ে ঘিরে উন্মাদনা, ‘এক চুটকি ভোট’ দিয়েই বাজিমাত রাজস্থান পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: “এক চুটকি সিন্দুরকি কিমত তুম কেয়া জানতে হো রমেশ বাবু?” ওম শান্তি ওম সিনেমাটি রিলিজ় হওয়ার পরে মানুষের প্রায় মুখে মুখে ঘুরেছিল দীপিকা পাড়ুকোনের এই ডায়ালগ। এবার, সেই ডায়ালগই রাজস্থান পুলিশের মুখে। একটু অন্য ভাবে। তারা বলছে, “এক চুটকি সিন্দুর অওর ভোট, দোনো কি কিমত জানতে হ্যায় হাম!”

এ ভাবেই আসন্ন ভোটের আগে সচেতনতা প্রচার করছে রাজস্থান পুলিশ। মনে করিয়ে দিচ্ছে, নির্বাচনের সময় ভোট দেওয়া হল প্রত্যেক নাগরিকের আবশ্যিক কর্তব্য। সারা দেশ যখন দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে মেতে আছে, তাঁরই সিনেমার ডায়ালগ ব্যবহার করে টুইট করার মাধ্যমে তখন জনমানসে প্রভাব ফেলতে চাইছে রাজস্থান পুলিশ। সকলকে আগামী ৭ই ডিসেম্বর ভোট দানের জন্য অনুরোধ জানাতে এই অনন্য উপায় বেছে নিয়েছে তারা।

রাজস্থানবাসী যখন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়েই রাজস্থান পুলিশ “এক চুটকি সিন্দুর” সংলাপ ব্যবহার করে রাজস্থান পুলিশ টুইট করেছে, রমেশ বাবু সিঁদুরের মূল্য না জানলেও প্রতিটি নাগরিকের নিজের ভোটের তথা গণতন্ত্রের মূল্য অবশ্যই জাানা উচিত।

দেখে নিন রাজস্থান পুলিশের সেই টুইট।

You might also like