Latest News

চিনের একটা বেলুন তিনটে বাসের সমান, উড়ছে আমেরিকার আকাশে, উঁকি দিচ্ছে সামরিক ঘাঁটিতেও

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকাজুড়ে শোরগোল পড়ে গেছে। উত্তর-পশ্চিম আমেরিকার আকাশে উড়ে বেড়াচ্ছে চিনা বেলুন (Chinese Spy Balloon)। কখনও সেনা ঘাঁটিতে, কখনও এয়ারবেস আবার কখনও পারমাণবিক অস্ত্র তৈরি হয় যেখানে সেই এলাকার আকাশে উড়ে বেড়াতে দেখা যাচ্ছে চিনা বেলুনকে। আমেরিকার উপর নজরদারি শুরু করেছে চিন?

পেন্টাগন বিবৃতি দিয়ে জানিয়েছে, কয়েকটি চিনা বেলুনকে (Chinese Spy Balloon) আকাশে উড়ে বেড়াতে দেখা গেছে। স্পর্শকাতর এলাকাগুলোতেই নজরদারি চলছে বলে মনে করা হচ্ছে। উত্তর-পশ্চিম আমেরিকাতেই সেনা ঘাঁটি, বায়ুসেনার এয়ারবেস, পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা রয়েছে। সেইসব এলাকাতেই চিন নজরদারি চালানোর চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, বেলুনগুলোকে গুলি করে নামানোর চেষ্টা করা হচ্ছে। তবে চিন কী ফন্দি এঁটে রেখেছে সেটা আগে বুঝতে হবে। যেসব এলাকায় চিনের গুপ্তচর বেলুন দেখা গেছে, সেখানে জনবসতিও রয়েছে। বেলুন ফাটিয়ে দিলে কী বিপদ হবে সে নিয়েও সতর্ক প্রশাসন। জনবসতি এলাকার কোনও ক্ষতি যেন না হয় সেটাও দেখা হচ্ছে।

Amarica

অস্ত্র তৈরি নিয়ে চিন-আমেরিকা টক্কর লেগেই থাকে। বস্তুত, কিছুদিন আগেই শোনা গিয়েছিল চিনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় ইতিমধ্যেই পেন্টাগন ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার আধুনিকীকরণের কাজ শুরু করেছে। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলির সুরক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ। হাইপারসনিক-এর অর্থ শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন। মাইলের এককে ধরলে প্রতি সেকেন্ডে এক মাইলেরও বেশি গতিতে ছুটতে পারে এই হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। চিন মহাকাশে এমনই একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে বলে মার্কিন গোয়েন্দারা খবর দিয়েছিল। তারপরেই ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির চেষ্টা শুরু করে আমেরিকা। সেই কাজ কতদূর এগোল তা দেখতেই কি গুপ্তচর পাঠিয়েছে চিন, সেটা এখনও বোঝা যাচ্ছে না।

‘হাত-পা বেঁধে সশস্ত্র দানবদের মুখে ঠেলে দিয়েছে আমাদের’, পাকিস্তানে নিরাপত্তাহীনতায় ভুগছে পুলিশই

You might also like