
কিন্তু মাত্র কয়েক দিনের বেড়ানোয় কি সে সুন্দর অধ্যায় পুরোপুরি উপভোগ করা যায়? গোটা বিবাহিত জীবনের তুলনায় সে পর্ব কি খুবই ছোটো নয়? এই প্রশ্নই এসেছিল মার্কিন যুগল নিক ও জোয়ির মনে। তাঁদের মনে হয়েছিল, হানিমুনই যদি বিয়ের সেরা সময় হয়, তা হলে সে সময়কে আরও দীর্ঘ করতে ক্ষতি কী! তাই দু’-তিন দিন নয়, দু’তিন সপ্তাহ নয়, দু’তিন মাসও নয়। টানা ন’মাস ধরে, সারা পৃথিবী জুড়ে হানিমুন ট্র্যাভেল করলেন নবদম্পতি। সেই ন’মাসে ৩৩টি দেশ ঘুরে, বিভিন্ন বিখ্যাত জায়গার সামনে দাঁড়িয়ে ছবি তুলে তৈরি করলেন বিবাহবার্ষিকীর অ্যালবাম। আরও বিশেষত্ব, বিয়ের সেই গাউন পরেই সেই সব ক’টি ছবি তুলেছেন জোয়ি।


আগ্রার তাজমহল, তুষারশুভ্র হিমালয়, প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার, চিনের প্রাচীরের মতো বিশ্বের বিখ্যাত সব জায়গায় দুধসাদা গাউনের জোয়ি আর লাল-কালো-সাদা জামায় নিকের ছবিতে এখন প্রশংসা উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ফোটোশ্যুটের তালিকায় আছে বার্সেলোনার ক্যাথিড্রাল, রোমের অ্যাম্ফিথিয়েটার, জাপানের বাঁশবাগান, শ্রীলঙ্কার সৈকত, গ্রিসের অসামান্য ভাস্কর্য, আরবের ধূ ধূ মরুভূমি, দুবাইয়ের বুর্জ খলিফা। সব ক’টি জায়গাতেই জোয়িকে দেখা গিয়েছে বিয়ের গাউনে।
এত দেশ, এত বৈচিত্র্য ঘুরে দেখার পরে নবদম্পতির বার্তা, “নিজেদের শখ পূরণ করতেই ঘুরতে বেরিয়েছিলাম। এখন বুঝতে পারছি, কত সুন্দর পৃথিবীটা! সবাইকে বলছি, এক জায়গায় বসে থেকে দিনগুলো নষ্ট করবেন না। ঘুরে বেড়ান দুনিয়াটা চিনুন, সেই সঙ্গে নতুন করে চিনে নিন পরস্পরকেও। কারণ ঘর থেকে বাইরে বেরোলে তবেই একটা সম্পর্ককে কষ্ঠিপাথরে যাচাই করা যায়।”