Latest News

প্রেমিকের বিয়ে হয়ে গেছে, অবসাদে নিজেকেই অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিলেন নার্স! তারপর…

দ্য ওয়াল ব্যুরো: ব্যর্থ প্রেমের মর্মান্তিক পরিণতি! প্রেমিকের অন্যত্র বিয়ে হয়ে গিয়েছিল। সেই খবর পাওয়ার পরেই নিজেই নিজের শরীরে অজ্ঞান হওয়ার ওষুধ ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করিয়েছিলেন (Nurse Injects Self With Anesthesia)। সেই ওষুধের ওভারডোজের ফলে মৃত্যু হল নার্সের।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore)। মৃত তরুণীর নাম পূজা গঞ্জন। ২৭ বছর বয়সি তরুণী একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন। সেখানে কর্তব্যরত এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই নার্স। কিন্তু কয়েকদিন সম্পর্ক চলার পরেই প্রেমিক সাফ জানিয়ে দেন, বিষয়টি নিয়ে আর এগোতে চান না তিনি।

এমনকী, সেই কারণে ওই যুবক দূরের একটি হাসপাতালে কাজ নিয়ে চলে যান। তারপর বিয়েও করে নেন অন্য এক মহিলাকে। সেই খবর জানার পর থেকেই অবসাদে ভুগছিলেন পূজা। শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন তিনি।

পুলিশ জানিয়েছে, দুদিন আগে নিজের বাড়িতেই হাসপাতাল থেকে অজ্ঞান হওয়ার ওষুধ নিয়ে আসেন পূজা। তারপর ইনজেকশনের মাধ্যমে সেই ওষুধ অতিরিক্ত পরিমাণে প্রবেশ করিয়ে দেন নিজের শরীরে। কিছুক্ষণেরমধ্যেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে তরুণীর মৃতদেহের কাছ থেকে একটি দু-পাতার সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ আরো জানিয়েছে এই ঘটনায় তরুণীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পূজার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বটে। কিন্তু তারপর তিনি স্পষ্টভাবেই জানিয়েছিলেন সেই সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ায় উৎসাহী নন তিনি, কারণ তার পরিবার অন্য একজনের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করেছিল।

ঘটনায় এরোড্রোম থানার পুলিশ একটি মামলা রুজু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অমৃতসরে প্যান্ট খুলে যৌনাঙ্গ প্রদর্শন কর্তব্যরত মাতাল পুলিশকর্মীর! ভাইরাল ভিডিও দেখুন

You might also like