Latest News

UPSC Civil service: ফল ঘোষণা ইউপিএসসি সিভিল সার্ভিসের, প্রথম স্থানে শ্রুতি

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ২০২১ সালের সিভিল সার্ভিস পরীক্ষার (UPSC Civil service) চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। তাতেই চমক, প্রথম তিন স্থানেই ছেলেদের পিছনে ফেলে দখল করেছেন তিন তনয়া। শীর্ষে আছেন শ্রুতি শর্মা (Shruti Sharma)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন অঙ্কিতা আগরওয়াল ও গামিনী সিংলা।

জানা গিয়েছে, প্রথম স্থানে থাকা শ্রুতি দিল্লির স্টিফেনস কলেজ থেকে স্নাতক পাশ করেন। তারপর ভর্তি হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। তবে স্নাতকোত্তরের পড়া মাঝ পথেই ছেড়ে দিয়ে ভর্তি হন জামিয়া মিলিয়া ইসলামিয়া আবাসিক কোচিং অ্যাকাডেমিতে। ইউপিএসসিতে (UPSC Civil service) বসার প্রস্তুতির জন্য। জানা গেছে এই অ্যাকাডেমি থেকে ২৩ জন এবার পাশ করেছেন এই পরীক্ষা।

এদিকে এবারের ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঐশ্বর্য ভার্মা, পঞ্চম স্থানে উত্তর্ক দ্বিবেদী, ষষ্ঠ স্থানে যক্ষ চৌধুরী, সপ্তম স্থানে সম্যক এস জৈন, অষ্টম স্থানে ইশিতা রাঠি, নবম স্থানে প্রীতম কুমার, দশম স্থান হরকিরাত সিং রনধাওয়া।

যাঁরা এখনও ফল দেখেননি তাঁরা ইউপিএসসি-র অফিশিয়াল সাইট upsc.gov.in-এ গিয়ে সিভিল সার্ভিস ফাইনাল রেজাল্ট দেখে নিতে পারবেন।

কীভাবে (UPSC Civil service) ফল জানবেন-

  • প্রথমেই ইউপিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে upsc.gov.in এ লগ ইন করুন
  • এবার হোমপেজে, ‘UPSC Civil Services Result 2021 – Final Result’ এ ক্লিক করুন।
  • নির্বাচিত প্রার্থীদের বিবরণ সহ একটি পিডিএফ ফাইল দেখতে পাবেন।
  • এটি ডাউনলোড করুন। তার মধ্যে থেকেই খুঁজে নিতে পারবেন আপনার নাম।

‘পাশে থাকার জন্য ধন্যবাদ’, মাকে লিখে গেছেন মডেল সরস্বতী, সম্পর্কের টানাপড়েনেই কি মৃত্যু?

You might also like