
দ্য ওয়াল ব্যুরো : আগামী বছরে ইউপিএসসি, এসএসসি, আরআরবি (UPSC, SSC, RRB) সহ বেশ কয়েকটি বোর্ডের মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। তার মধ্যে কয়েকটি পরীক্ষার তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। ইউপিএসসি এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী, সিভিল সার্ভিস প্রিলিমস এবং ভারতীয় বন সেবা (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস) প্রিলিমসের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২ ফেব্রুয়ারি। এর পরেই পরীক্ষার জন্য শুরু হবে রেজিস্ট্রেশন। দু’টি পরীক্ষার জন্য আবেদন করার শেষ দিন ২২ ফেব্রুয়ারি।
সিভিল সার্ভিস ও ফরেস্ট সার্ভিসের পরীক্ষা হবে ৫ জুন। সিভিল সার্ভিসের মেন পরীক্ষা হবে ১৬ সেপ্টেম্বর। ফরেস্ট সার্ভিসের মেন পরীক্ষা হবে ২০ নভেম্বর।
ইউপিএসসি-র ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের প্রথম পরীক্ষার জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে ২২ ডিসেম্বর থেকে। আবেদন করার শেষ দিন ১১ জানুয়ারি। পরীক্ষা হবে ১০ এপ্রিল। এনডিএ এবং সিডিএসের দ্বিতীয় পরীক্ষার জন্য আবেদন নেওয়া হবে যথাক্রমে ১৮ মে থেকে ১৪ জুন পর্যন্ত। পরীক্ষা হবে ৪ সেপ্টেম্বর।
আরআরবি (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড)-এর গ্রুপ ডি পদে পরীক্ষা নেওয়া হবে আড়াই বছর বাদে। প্রথম দফার পরীক্ষা হবে ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষার চার দিন আগে দেওয়া হবে অ্যাডমিট কার্ড।
আরআরবি-র নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির জন্য আরআরবি এনটিপিসি সিবিটি টু পরীক্ষার দিনও ঘোষণা করা হয়েছে। ওই পরীক্ষা নেওয়া হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মাধ্যমে এনটিপিসি-র ৩৫,২০৮ টি পদ পূরণ করা হবে।
স্টাফ সিলেকশন কমিশনের ২০২২ সালের পরীক্ষাসূচি অনুযায়ী কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এবং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টিয়ার ওয়ান-এর পরীক্ষা হবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য আবেদন নেওয়া হচ্ছে ২৩ ডিসেম্বর থেকে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার জন্য আবেদন নেওয়া শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।
স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য পরীক্ষা হবে জুন মাসে। জিডি কনস্টেবল পদে পরীক্ষাও নেওয়া হবে জুন মাসে।