Latest News

ছাত্রীকে লাগাতার ধর্ষণ, গর্ভবতী হয়ে পড়লে খুনের হুমকি! বরেলিতে ধৃত মাদ্রাসা শিক্ষক

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে! ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে সব জানাজানি হয়। উত্তরপ্রদেশের (UP) বরেলির শিসগড় এলাকার এই ঘটনায় ছাত্রীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে ওই শিক্ষককে।

স্থানীয় সূত্রের খবর, বছর চারেক আগে শিসগড়ের একটি মাদ্রাসায় পড়তে গিয়েছিলেন এই ছাত্রী। সেখানে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয় থেকে প্রণয়। প্রথমে তারা একসঙ্গেই পড়াশোনা করত। কিছু দিন পরে ওই মাদ্রাসাতেই পড়ানোর কাজ পায় যুবক।

পুরীর মন্দিরে ধর্ষণ! ১২ বছরের মেয়েকে নিগ্রহে অভিযুক্ত খোদ পুরোহিত

অভিযোগ, তার পর থেকেই ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় সে। ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক তৈরি করত বলে দাবি পরিবারের। তারা জানিয়েছে,লাগাতার ধর্ষণের শিকার হয় তাদের মেয়ে। একসময়ে সে গর্ভবতী হয়ে পড়ে। সে সময় গর্ভপাতের জন্য চাপ দেয় ওই শিক্ষক, এমনটাই জানিয়েছে ছাত্রী। তার পরেই বাড়িতে সব জানিয়ে দেয় মেয়েটি।

You might also like