Latest News

UP: ফের লখিমপুর খেরি, থানার সামনে নিঃশব্দে গায়ে আগুন দিলেন ট্যাক্সিচালক

দ্য ওয়াল ব্যুরো: রক্ষকই ভক্ষক? হেনস্থা হয়রানির মূলে যদি থাকে পুলিশই, তবে সাধারণ মানুষ কার কাছে যাবে? এমনই কিছু প্রশ্ন ঘুরছিল উত্তরপ্রদেশের (UP) ট্যাক্সিচালক শিবম গুপ্তার মনে। উত্তর খুঁজে না পেয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। থানার সামনে গিয়ে নিঃশব্দে নিজের গায়ে আগুন (Fire) ধরিয়ে দিয়েছিলেন।

ইউক্রেনের প্রেক্ষাগৃহে আশ্রয় নিয়েছিলেন হাজার জন, তার ওপরে বোমা ফেলল রাশিয়া

গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিবম। কিন্তু কেন এমন পদক্ষেপ (UP)?

শিবম অভিযোগ করেছেন স্থানীয় পুলিশকর্মী এবং গুণ্ডারা দিনরাত হেনস্থা করত তাঁকে। সেই রোজকার হয়রানি থেকে মুক্তি পেতেই গায়ে আগুন দিয়েছেন তিনি। শিবমের অভিযোগের তালিকায় রয়েছেন ওই এলাকার স্টেশন হাউজ অফিসার, থানার ইন-চার্জ এবং আরও কিছু স্থানীয় গুণ্ডা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি অঞ্চলে। শিবম যখন গায়ে আগুন দেন, স্থানীয় কেউ কেউ তার ভিডিও তোলেন। তাতে দেখা গেছে, নেপাল বর্ডারের কাছে গৌরি ফানটা টাউনে একটি থানার কমপ্লেক্সের মধ্যেই গায়ে আগুন দিয়েছেন এক ব্যক্তি। সারা দেহে আগুন নিয়ে ছটফট করছেন তিনি। আর আরও কিছু লোকজন সেই আগুন নেভানোর চেষ্টা করছেন, সম্ভবত তাঁরা পুলিশকর্মী।

সাংবাদিকদের সামনে বয়ানে শিবম দাবি করেছেন স্থানীয় কিছু গুণ্ডা যখন তখন তাঁর ট্যাক্সিতে উঠে পড়ত। যখন তখন টাকা চেয়ে নিত। মাসে আরাই হাজার টাকা করে এমনিই দিয়ে দিত হয় গুণ্ডাদের। চলত মারধরও। লোকাল থানার সঙ্গেও তাঁদের সাঁট ছিল বলে অভিযোগ, তাই কখনও পুলিশের সাহায্যও পাননি তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like