
গাজিয়াবাদের দসনা মন্দিরের মহন্ত নরসিমা আনন্দ সরস্বতী তাঁকে হিন্দু ধর্মে দীক্ষিত করেছেন বলে খবর। রিজভি এই মর্মে উইল করেছেন, তাঁর মুখাগ্নি করবেন ওই হিন্দু সাধুই। একটি সূত্রের খবর, গত মাসেই রিজভি একটি ভিডিও প্রকাশ করেন, যাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, মৃত্যুর পর তাঁর দেহ ওই সাধুর হাতে তুলে দিতে হবে।
অতীতে যে যে ব্যাপারে তিনি কট্টর ইসলামপন্থীদের রোষানলে পড়েন, সেগুলির অন্যতম হল, গত মে মাসে কোরানের ২৬টি আয়াতকে চ্যালেঞ্জ করে তাঁর নতুন কোরান লিখেছেন বলে ঘোষণা। সব মাদ্রাসা, ভারতের সব ইসলামি প্রতিষ্ঠানে নতুন কোরান ব্যবহারের ক্ষমতা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আবেদন করেন তিনি। বলেন, কোরানোর এই সংশোধিত সংস্করণই সঠিক, যথাযথ। এটাই সব মাদ্রাসা, মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হোক। ২৬টি আয়াত সন্ত্রাসবাদ, জেহাদ সমর্থন করে বলে সওয়াল করে তিনি সুপ্রিম কোর্টেও আবেদন করেছিলেন, সেগুলি বাদ দেওয়া হোক। কিন্তু তাঁর পিটিশনটি ‘একেবারে তু্চ্ছ, সারবত্তাহীন’ বলে জানিয়ে খারিজ করে শীর্ষ আদালত।
শুধু তাই নয়, অযোধ্যায় রামমন্দির নির্মাণে অনুমতি দিয়ে সুপ্রিম কোর্ট ঘোষিত রায়ও স্বাগত জানিয়েছিলেন তিনি, যেখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড, আরও নানা সংগঠন ক্ষোভ প্রকাশ করেছিল।