Latest News

মহামারী আইনে উত্তরপ্রদেশে রাহুল, প্রিয়ঙ্কার বিরুদ্ধে মামলা করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার পুলিশের বাধায় হাথরাসে মৃত দলিত তরুণীর বাড়িতে যেতে পারেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় তাঁদের আটকায় পুলিশ। শুক্রবার মহামারী রোধ আইনে রাহুলদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ মামলা করেছে।

বৃহস্পতিবার রাহুলরা হাথরাসের উদ্দেশে যাত্রা শুরুর আগেই জানা যায়, উত্তরপ্রদেশ সীমান্ত ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। হাথরাসের আশপাশেও জারি হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। রাজ্য সরকার জানায়, করোনা অতিমহামারী রুখতেই ওই সতর্কতা নেওয়া হয়েছে। পুলিশের বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পরে রাজ্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, রাহুল ও প্রিয়ঙ্কা যাতে মৃত তরুণীর বাড়িতে না যেতে পারেন, সেজন্যই কড়াকড়ি করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

শুক্রবার জানা যায়, মহামারী আইনে গৌতম বুদ্ধ নগরে ইকোটেক ওয়ান থানায় মামলা করা হয়েছে রাহুল ও প্রিয়ঙ্কার বিরুদ্ধে। তাঁদের সঙ্গে প্রায় দেড়শ জন কংগ্রেস কর্মী ছিলেন। তাঁদের নামও এফআইআরে উল্লেখ করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত তরুণীকে চার উচ্চবর্ণের ব্যক্তি ধর্ষণ করে। গত মঙ্গলবার দিল্লির হাসপাতালে ২০ বছরের ওই তরুণী মারা যান। পুলিশ রাতের বেলায় তাঁর দেহ পুড়িয়ে দেয়।

ধর্ষিতার পরিবারের দাবি, তাঁরা দলিত হওয়ার জন্যই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছিল। গণধর্ষণের পরে তরুণীর ওপরে বীভৎস অত্যাচার করে অপরাধীরা। তাঁর শরীরে নানা জায়গায় হাড় ভেঙে যায়। সারা শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। ঘাড়ে গভীর ক্ষত থাকার জন্য তাঁর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পুলিশ জানায়, তরুণীর জিভেও ক্ষত ছিল। চার অপরাধী যখন তাঁকে গলা টিপে মারার চেষ্টা করছিল, তখন তিনি নিজের জিভ কামড়ে ফেলেন।

অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ জোর করে তাঁর দেহ আত্মীয়দের থেকে কেড়ে নিয়ে যায়। পরিবারকে বাড়িতে আটকে রাখা হয়। কয়েকজন পুলিশকর্মী মিলে রাত আড়াইটেয় তরুণীর দেহ পুড়িয়ে দেন।

শুক্রবার গান্ধী জয়ন্তীতে মহাত্মাকে উদ্ধৃত করে টুইট করেন রাহুল। পরোক্ষে হাথরাসের ঘটনার প্রতিবাদ করে তিনি বলেন, “আমরা কোনও অন্যায়ের কাছে মাথা নত করব না। আমি দুনিয়ার কাউকে ভয় করি না। আমি সত্যের শক্তিতে মিথ্যাকে পরাস্ত করব।” শেষে রাহুল বলেছেন, মহাত্মা গান্ধীর জন্মদিনে সকলকে অভিনন্দন জানাই।

You might also like