
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার (minor) সঙ্গে গত দু’বছর ধরে সহবাস করে আসছিল এক যুবক। সেই ঘটনা সামনে আসতেই ধর্ষণের অভিযোগে (Raping Girl For 2 Years) গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) সুলতানপুরে। সূত্রের খবর, অভিযুক্ত যুবক স্নাতকোত্তরের পড়ুয়া। তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় নির্যাতিতা নাবালিকা। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকা জানিয়েছে, অভিযুক্ত যুবক তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকী, পরিচিত মহলে নির্যাতিতাকে সে ‘স্ত্রী’ বলে পরিচয় দিত। সেই সূত্রেই গত দু’ বছর ধরে তার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেছে ওই যুবক, পুলিশকে এমনটাই জানিয়েছেন নির্যাতিতা।
নাবালিকার অভিযোগের ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
বৌভাত সেরে ফেরার সময় হাইওয়েতে উল্টে গেল কনেযাত্রীদের বাস! আহত ১০