Latest News

ধর্ম ভাঁড়িয়ে প্রেম! বিয়ের আগেরদিনই হাতে হাতকড়া পড়ল হবু বরের

দ্য ওয়াল ব্যুরো: সোমবার চারহাত এক হওয়ার কথা ছিল। কিন্তু তার একদিন আগেই ভেঙে গেল বিয়ে। জানা গেল, ধর্ম ভাঁড়িয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছিল পাত্র। ব্যস, বিয়ে তো ভাঙল বটেই, সঙ্গে হাতে হাতকড়াও পড়ল (Man Arrested Day Before Wedding)।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। অভিযুক্তের আসল নাম হাসিন সাইফি। কিন্তু প্রেমিকার কাছে নিজেকে আশিস ঠাকুর বলে পরিচয় দিয়েছিল হাসিন (faked identity and religion)। সূত্রের খবর, সোমবারই এক মহিলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল আশিস ওরফে হাসিনের। কিন্তু রবিবারই হবু স্ত্রীর কাছে তার আসল পরিচয় প্রকাশ পেয়ে যায়।

জানা গেছে, দাদরিতে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় হাসিনের। ওই তরুণী তখন সদ্য চাকরি হারিয়েছেন, সেই সময় তাঁর সঙ্গে আলাপ হয় হাসিনের। আস্তে আস্তে বন্ধুত্ব গড়ায় প্রেমে। কিছুদিন পরেই দাদরিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করে হাসিন এবং ওই তরুণী।

প্রেমিকার কাছ থেকে আগাগোড়াই নিজের পরিচয় লুকিয়েছিল হাসিন। সে জানিয়েছিল, তার নাম আশিস ঠাকুর। প্রেমিকের পরিচয় নিয়ে কোনও সন্দেহ হয়নি তরুণীরও। সূত্রের খবর, গত রবিবার যখন হাসিন বা তাঁর প্রেমিকা কেউই বাড়িতে ছিলেন না, সেই সময় বাড়িতে এসে ছেলের খোঁজ করেন হাসিনের বাবা শাকিল সাইফি। প্রতিবেশীরা জানান, হাসিন নয়, ওই ফ্ল্যাটে যিনি থাকেন তাঁর নাম আশিস।

পরে বাড়ি ফিরে প্রতিবেশীদের মুখে সব কথা শোনেন ওই তরুণী। এরপর সন্দেহ হওয়ায় হাসিনকে চেপে ধরতেই আসল ঘটনা সামনে আসে। পুরোটা জানতে পেরেই হাসিনের নামে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিশ জানিয়েছে, তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল হাসিনের। প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ভিডিও সে রেকর্ড করে রেখেছিল, যা দিয়ে তরুণীকে ব্ল্যাকমেল করে বিয়ের জন্য চাপ দিত সে। তবে এই ঘটনা সামনে আসার পরেই বিয়ে ভেঙে দিয়েছেন ওই তরুণী।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে জোর করে ধর্মান্তর, ধর্ষণ এবং জালিয়াতির মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

৫ বছরের শিশু আক্রান্ত জিকা ভাইরাসে, মহারাষ্ট্রের পর কর্নাটকেও ছড়াচ্ছে সংক্রমণ

You might also like