
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে পুরসভার (UP Bypolls) ভোট আসন্ন। সেখানে এবার মুসলিমদেরও প্রার্থী করবে বিজেপি। ওই রাজ্যে দিন কয়েক আগে দায়িত্ব নেওয়া বিজেপি রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিজেপি সূত্রের খবর, গুজরাতের বোওহরা মুসলিমদের থেকেও কয়েকজনকে সেই রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী করার ব্যাপারে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে আগ্রহী।

মুসলিমদের বিষয়ে বিজেপি ও সঙ্ঘ পরিবার তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করছে, নানা সিদ্ধান্ত ও পদক্ষেপ তার আভাস পাওয়া যাচ্ছিল। গত জুনে, হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিটির বৈঠকে প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে বলেন, বিজেপিকে শুধু হিন্দু দলিত ও পশ্চাৎপদ মানুষের পাশে দাঁড়ালেই চলবে না। অন্য ধর্মীয় সম্প্রদায়ের পিছিয়ে থাকা অংশের পাশেও দলকে থাকতে হবে।
ভারতের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হচ্ছেন প্রবীণ আইনজীবী আর ভেঙ্কটরামানি
প্রধানমন্ত্রী যখন এই কথা বলছেন তার তিনমাস আগে উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে রাজ্যের ৩২৫ আসনের একটিতেও মুসলিম প্রার্থী ছিল না। শুধু উত্তরপ্রদেশই নয়, দেশের কোনও রাজ্যেই বিজেপির মুসলিম বিধায়ক ও সাংসদ নেই। তবে প্রধানমন্ত্রীর হায়দরাবাদের ভাষণের পর দলে পছমন্দা অর্থাৎ পিছিয়ে থাকা মুসলিমদের কাছে টানার চেষ্টা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর মধ্যপ্রদেশের পুরভোটে বিজেপি বেশ কিছু ওয়ার্ডে মুসলিমদের প্রার্থী করে। ওই রাজ্যে বিভিন্ন পুরসভার বিজেপির এখন ৯৪ জন কাউন্সিলর রয়েছেন।
দিন চারেক আগে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি, দিল্লির প্রাক্তন উপ রাজ্যপাল নাজিব জং সহ মুসলিম সমাজের বেশ কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পরদিন দিল্লির একটি মসজিদে গিয়ে প্রধান ইমামের সঙ্গে আলোচনায় বসেন দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত কমিয়ে আনার নানা দিক নিয়ে।
উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর বক্তব্য, বিজেপিকে একটা সময় উচ্চবর্ণের পার্টি বলা হত। বলা হত এটা বানিয়াদের পার্টি। কখনও বলা হয়েছে উত্তরপ্রদেশের বাইরে এই পার্টির কোনও অস্তিত্ব নেই। কিন্তু কাজের মধ্য দিয়ে বিজেপি প্রমাণ করে দিয়েছে এই পার্টি সকলের।
রাজনৈতিক মহলের একাংশের মতে উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি শুধু তাঁর রাজ্যের অঙ্ক মাথায় রেখে এই কথা বলেননি। তাঁকে দিয়ে বিজেপি গুজরাতের মুসলিম সমাজকেও বার্তা দিতে চেয়েছেন। গুজরাতের বিধানসভা ভোটও বিজেপি এবার মুসলিম প্রার্থী দেওয়ার ভাবনাচিন্তা করছে। তবে সেখানে পছমন্দা মুসলিম নয়, প্রার্থী করা হতে পারে বোহওরা মুসলিমদের। তারা মূলত বণিক সমাজ। সম্পন্ন পরিবারই বেশি। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে মোদীর সঙ্গে তাদের বোঝাপড়া ভাল।