Latest News

পাকা দেখা রবিতে, শনিতে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ! উত্তেজনা শান্তিপুরে

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বিয়ের পাকা দেখার (wedding) আগের দিনই অস্বাভাবিক মৃত্যু (Unnatural death) হল তরুণীর। তিনি আত্মহত্যা করেছেন বলেই অনুমান। সামান্য পোশাক কেনা নিয়ে মতান্তরের জেরেই এমন কাণ্ড বলে পরিবারের দাবি।

শান্তিপুর (Shantipur) সুত্রাগড় তালদিঘিপাড়া লেনের বাসিন্দা গোপাল দাস। পেশায় তাঁত শ্রমিক তিনি। তাঁর মেয়ে ১৯ বছরের বৃষ্টি দাস। উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরেই বেসরকারি সংস্থায় চাকুরিজীবী এক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন গোপালবাবু। রবিবার পাকা কথা। তার ঠিক আগেই শনিবার ঘর থেকে মেলে বৃষ্টির ঝুলন্ত দেহ।

গোপালবাবু জানান, মেয়ের সঙ্গে কথা বলেই বিয়ে ঠিক করেছিলেন। তাঁর কোনও অমত ছিল না। শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর মেয়ে তাঁর দিদির বাড়িতে নতুন জামা সেলাইয়ের জন্য যেতে চায়। ওর মা বাধা দেন। তিনি বলেন, “শুধু এইটুকুই অশান্তি! ওর মার সঙ্গে কথা কাটাকাটির পর নিজের ঘরে ঢুকে যায়। এক নিমেষের মধ্যে ও যে এমন কাণ্ড করবে ভাবতেও পারিনি।”

এই ঘটনায় শুধু বাড়ি নয়, গোটা পাড়াতেই নেমে এসেছে শোকের ছায়া। শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মোদীর গঙ্গা বিলাস পৌঁছল হাসিনার দেশে, বরিশাল, ঢাকা হয়ে যাবে অসমের ডিব্রুগড়

You might also like