
দ্য ওয়াল ব্যুরো: বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এলাকার দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ফেরিঘাট থেকে উদ্ধার এক অজ্ঞাতপরিচয় যুবকের (unknown deadbody) পচা-গলা দেহ! পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর।
ঘাটে এমন পচা-গলা দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা হাড়োয়া থানায় খবর দেন আজ সকালে। এর পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহটি।
শাশুড়ি-বৌমার দ্বন্দ্ব নয়, তাঁদের সমপ্রেমে স্নান করিয়েছিলেন অপর্ণা সেন
পুলিশ জানিয়েছে, বিদ্যাধরী নদীর শাখা বুড়ি খালে ডুবে মারা গেছেন ওই ব্যক্তি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি সেখানে কোথা থেকে এল, কেউ মেরে ফেলে দিল নাকি অন্য কোনও জায়গা থেকে ভেসে এল, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, জানার চেষ্টা করছে পুলিশ।