Latest News

শাহের সভা বাতিল বিহারে, রামনবমীতে হিংসায় সন্ত্রস্ত সাসারাম

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিহারের (Bihar) সাসারামের জনসভা বাতিল করে দেওয়া হল। বিজেপির কেন্দ্রীয় ও বিহার রাজ্য নেতৃত্ব পরিস্থিতি পর্যালোচনার পর একটু আগে সভা বাতিলের কথা জানিয়েছে।

অশোক জয়ন্তী উপলক্ষ্যে রবিবার সাসারামে (rally in Bihar’s Sasaram) শাহের বিশাল সমাবেশের আয়োজন করেছিল বিজেপি। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাটনা পৌঁছানোর কথা। রাতে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। রবিবার তাঁর গুচ্ছ কর্মসূচির অন্যতম ছিল সাসারামের জনসভা।

কিন্তু শুক্রবার সেখানে নবরাত্রির শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল হিংসার রূপ নেয়। পাথর ছোড়াছুঁড়ি চলে। বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারির পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও প্রশাসনের একাংশ মনে করছে আপাতত ক’দিনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা স্থগিত থাকলেই ভাল হয়। অমিত শাহের নিরাপত্তার স্বার্থেই গোয়েন্দা সংস্থাগুলির এই পরামর্শ। বিজেপির মুখপাত্র সঞ্জয় ময়ূখ জানান, তারা সভা না করার সিদ্ধান্ত নিয়েছেন। সাসারামের অনুষ্ঠান বাতিল হলেও বিহারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাকি কর্মসূচি অপরিবর্তিত থাকছে।

বিজেপি অবশ্য এ জন্য নীতীশ কুমারকে নিশানা করতে ছাড়েনি। বিহার বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির বিজয় সিনহা বলেন, ‘অমিত শাহ বিহারে আসবেন শুনলেই নীতীশ কুমার কাঁপতে শুরু করেন। কীভাবে সফর বাতিল করা যায় সেই চেষ্টা করে প্রশাসন।’ বিজেপি নেতাদের বক্তব্য, ‘সাসারামে প্রশাসনের ব্যর্থতায় গোলমাল হয়েছে। শাহের সভা আটকাতেই পরিকল্পিতভাবে গোলমাল করা হয়েছে।

মোদীকে ফের নিশানা কেজরিওয়ালের, প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে কটাক্ষে অবিচল

You might also like