
দ্য ওয়াল ব্যুরো : উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গার ঘটনায় বৃহস্পতিবার সমাজকর্মী উমর খালিদকে (Umar Khalid) জামিন দিল না কারকারদুমা আদালত। জেএনইউয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদ (Umar Khalid) ২০২০ সালের সেপ্টেম্বর থেকে জেলে আছেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইন ইউএপিএ দেওয়া হয়েছে। ২০২০ সালে দিল্লির দাঙ্গায় ৫৩ জন নিহত হন। আহত হন কয়েকশ মানুষ। দিল্লি পুলিশ যাঁদের নামে মামলা করেছিল, তাঁদের মধ্যে আছেন উমর খালিদ (Umar Khalid), শারজিল ইমাম এবং গুলফিশা ফতিমা।
আরও পড়ুন : কেজরিওয়ালের চ্যালেঞ্জ, দিল্লি পুরনিগম বিজেপি জিততে পারলে রাজনীতির ময়দান ছাড়বে আপ