Latest News

উলুবেড়িয়া লোকালের বগি খুলে গেল হঠাৎ! আবদা স্টেশনের মুখে হুলস্থূল

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালেই বিপত্তি (Accident) দক্ষিণ পূর্ব রেলের (Train) পরিষেবায়। হঠাৎই ট্রেন থেকে খুলে আলাদা হয় গেল একটি বগি। বড় বিপদ থেকে বাঁচলেন উলুবেড়িয়া লোকালের (Uluberia local)যাত্রীরা।

সূত্রের খবর, সকাল ৮ টা নাগাদ হাওড়ার উদ্দেশে রওনা হয় উলুবেড়িয়া লোকাল। ৮.৪০ মিনিটে আবাদা স্টেশনে ঢোকার সময় হঠাৎই ৬ ও ৭ নম্বর বগির মাঝের কাফলিং খুলে যায়। ট্রেন কিছুটা এগিয়ে গেলেও বুঝতে পারার সঙ্গে সঙ্গেই ব্রেক কষেন চালক। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়।

তবে এয়ার ব্রেক প্রযুক্তির জন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়া কামরাগুলি দূরে সরে যায়নি। ফলে যাত্রীদের কারওর কোনও ক্ষতি হয়নি। কিন্তু ঘটনায় আতঙ্ক দেখা দেয় যাত্রীদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ পূর্ব শাখার অধিকারিকদের উপস্থিতিতে বগিটিকে আবার জুড়ে দেওয়া হয়। সাত সকালে এই ঘটনার জেরে ওই শাখায় রেল পরিষেবা ব্যহত হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকেই সড়ক পথে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

দক্ষিণ-পূর্ব রেলের সিপিআর‌ও এ এস আনন্দ জানান, বাকি যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানো হয়েছে। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

বনগাঁয় সোনার বিস্কুটের খোঁজে অপহরণ! পিটিয়ে খুন করা হল ট্রাকচালককে

You might also like