
দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। এলপিজির সিলিন্ডার কিনতে নাভিশ্বাস উঠছে আমজনতার। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) অধীনে বড় ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। বলা হয়েছে উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। এতে উপকৃত হবেন দেশের ৯ কোটি গ্রাহক।
এদিনই পেট্রল ডিজেলের দামও কমিয়ে দিয়েছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরপর অনেকগুলি টুইট করেছেন। সেখানেই জানিয়েছেন, জ্বালানির দামে অন্তঃশুল্ক ছাড় দেওয়া হবে। এর ফলে পেট্রলের দাম লিটার প্রতি সাড়ে ৯ টাকা কমবে। ডিজেলের দাম কমবে লিটার প্রতি ৭ টাকা।
অর্থমন্ত্রী টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) ৯ কোটির উপর গ্রাহক ২০০ টাকা করে রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন। তবে মোট ১২টি সিলিন্ডারে এই সুবিধা পাওয়া যাবে। এতে দেশের মা বোনেরা অনেক উপকৃত হবেন বলেও উল্লেখ করেছেন সীতারামন। সরকারের এই পদক্ষেপে রাজস্বের উপর প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকার প্রভাব পড়বে।
নির্মলা সীতারামন টুইটে এদিন রাজ্য সরকারগুলোর উদ্দেশেও বার্তা দিয়েছেন। আর্জি জানিয়েছেন, এর পর রাজ্য সরকারগুলিও যেন একই ভাবে কর কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দেওয়া চেষ্টা করে।