Latest News

বেআইনি নির্মাণের অভিযোগ, নিজের বাংলো ভাঙলেন উদ্ধব ঠাকরের পিএ

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রের দাপোলিতে মুরুদ অঞ্চলে সমুদ্রের কাছে বাংলো বানিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যক্তিগত সহকারী মিলিন্দ নারভেকর। বিজেপি অভিযোগ করে, কোস্টাল রেগুলেশন জোন আইন না মেনে ২ হাজার স্কোয়ার ফুটের ওই বাংলো বানানো হয়েছে। এরপর নারভেকর নিজেই ভেঙে দিলেন ওই বাংলো। সরকার যাতে তাঁকে নিয়ে অস্বস্তিতে না পড়ে, সেজন্যই তিনি ওই বাংলো ভেঙেছেন বলে জানা যায়।

গত জুন মাসে বিজেপি নেতা কিরীট সোমাইয়া কেন্দ্র ও রাজ্যের পরিবেশ দফতরে অভিযোগ করেন, নারভেকর, শিবসেনার মন্ত্রী অনিল পরব ও আরও কয়েকজন বেআইনি নির্মাণ করেছেন। রবিবার নারভেকরের বাংলো ভাঙার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোমাইয়া। তিনি বলেন, “অবশেষে আমরা সফল হলাম। আমরা চাই, নারভেকরের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হোক।”

You might also like