
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের রাজনৈতিক নাটক অব্যাহত। বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। আট জন বিক্ষুব্ধ বিধায়ককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন তিনি। সূত্রের খবর, সেই জায়গায় নতুন বিধায়কদের দায়িত্ব দেওয়া হবে।
দিন কয়েক ধরেই মহারাষ্ট্রের রাজনীতিতে ডামাডোল চলছে। শিবসেনার (Shiv Sena) একদল নেতা একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছেন। শিন্ডের দাবি, তাঁর সঙ্গে ৩৮ জন বিধায়ক রয়েছেন। এই নিয়ে চাপানউতোরের মাঝেই এবার শিবসেনা মন্ত্রী ছাঁটাইয়ের পথে হাঁটল। শনিবারই জাতীয় কর্ম সমিতির বৈঠকে ঠিক হয়েছিল একথা। এবার সেই কাজই শুরু করল উদ্ধব ঠাকরের সরকার।
সূত্রের খবর, বিক্ষুব্ধ বিধায়কেরা এখন গুয়াহাটিতে আছেন। তাঁদের মধ্যে থেকেই যাঁরা রাজ্যের মন্ত্রী তাঁদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। এখন পর্যন্ত আটজনকে সরানো হয়েছে বলে জানা গেছে। তাঁদের মধ্যে আছেন নগরোন্নয়ন দফতরের মন্ত্রী একনাথ শিন্ডে। তাঁর থেকে এই মন্ত্রিত্ব নিয়ে দেওয়া হল সুভাষ দেশাইকে।
অন্যদিকে কৃষিমন্ত্রী দাদাজি ভুষেরের জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শঙ্কর গাদাখকে। জলমন্ত্রী গুলাব রাও পাটিলের জায়গায় অনিল পরবকে দায়িত্ব দেওয়া হচ্ছে। উদ্ধবের কাঁচির তলায় পড়ে মন্ত্রিত্ব হারালেন উদয় সায়ন্তও।
এদিকে আগামীকাল উদ্ধব শিবিরের অন্যতম নেতা সঞ্জয় রাউতকে তলব করেছে ইডি। মহারাষ্ট্রে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তার পিছনে কেন্দ্রীয় এজেন্সির চাপ রয়েছে বলে আগেই অভিযোগ করেছিল শিবসেনা। তাদের বক্তব্য, ইডি-সিবিআইকে দিয়ে চাপ তৈরি করিয়েছে বিজেপি। তার ফলেই একনাথ শিন্ডেরা বিদ্রোহ করেছেন।
মহারাষ্ট্রে মহাসংকটের মধ্যেই ইডি ডাকল সঞ্জয় রাউতকে, রাজনৈতিক চাপ দেখছে শিবসেনা