Latest News

উদয়পুরে নূপুরের সমর্থনে পোস্ট দেওয়া ব্যক্তিকে গলা কেটে খুন

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের উদয়পুরে (Udaipur) দিনের বেলা প্রকাশ্যে খুন (Murder) করা হল এক ব্যক্তিকে। হত্যাকারী কানাইয়ালাল তেলি নামে বছর চল্লিশের ওই ব্যক্তিকে তলোয়ার দিয়ে কুপিয়ে, গলা কেটে খুন করে।

ঘটনাটি ঘটেছে আজ উদয়পুর শহরের ধানমণ্ডি এলাকায়। পুলিশ জানিয়েছে, খুনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে খুনি।

কেন এই খুন? দিন দশেক আগে বিজেপির প্রাক্তন মুখপত্র নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন ওই ব্যক্তি। একটি টেলিভিশন চ্যানেলে নূপুর ইসলামের নবী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জন্য নূপুরকে দল বহিষ্কার করে। থানায় অভিযোগ দায়ের হয়। তিনি এখন গা ঢাকা দিয়েছেন।

নূপুরের সমর্থনে অনেকেই মুখ খুলেছেন। উদয়পুরের ওই ব্যক্তিও নূপুরকে সমর্থন জানান। মনে করা হচ্ছে, ওই পোস্ট ঘিরে আপত্তির কারণেই কোনও ধর্মান্ধ এই খুন করেছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলত ঘটনার নিন্দা করে টুইট করেছেন। বলেছেন, পুলিশকে বলা হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে। পুলিশ জানায়, আজ দুপুরে দুই ব্যক্তি মোটর সাইকেলে এসে কানাইয়ালালের টেলারিং শপে ঢুকে পড়ে। তাদের মধ্যে একজন কোপাতে শুরু করে ইয়ালালকে।

মহম্মদ জুবেইরের আরও চার দিনের পুলিশ হেফাজত, নির্দেশ আদালতের

You might also like