Latest News

শুভেন্দুর কনভয়ের পিছনে বাইক নিয়ে ধাওয়া, কাঁথিতে গ্রেফতার হলদিয়ার ২

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের পিছনে বাইক নিয়ে ধাওয়া করার ঘটনায় গ্রেফতার করা হল ২ যুবককে (Two Youth Arrested)। তাঁরা হলদিয়ার (Haldia) দুর্গাচকের বাসিন্দা। কী কারণে তাঁরা শুভেন্দুর কনভয়ের পিছু নিয়েছিলেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে (Chasing Convoy of Suvendu)।

বৃহস্পতিবার রাতে কাঁথির বাড়িতে ফিরছিলেন শুভেন্দু (Suvendu))। জানা গিয়েছে, বেশ কিছুটা রাস্তা বিরোধী দলনেতার কনভয়ের পিছনে আসতে থাকেন ওই দুই যুবক। বিষয়টি নজর এড়ায়নি শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের। তারপর শান্তিকুঞ্জের কাছে ওই দুজনকে আটকান বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় কাঁথি থানায়। পুলিশ এসে দুজনকে গ্রেফতার করে।

এ নিয়ে তৃণমূলের (TMC) বিরুদ্ধেই অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের বক্তব্য, তৃণমূলই লোক পাঠিয়ে এসব করেছে। পাল্টা শাসকদলের বক্তব্য, তৃণমূলের অনেক কাজ রয়েছে। এসব ছেলেমানুষি করার সময় নেই। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কী উদ্দেশে তাঁরা কনভয়ের পিছনে আসছিলেন।

ইতিমধ্যেই একাধিকবার শুভেন্দুর কনভয় দুর্ঘটনার কবলে পড়েছে। কখনও উল্টোদিক থেকে গাড়ি এসে ধাক্কা মেরেছে নিরাপত্তারক্ষীদের গাড়িতে তো কখনও কনভয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে। যাকে উদ্বেগজনক বলেছিল বিজেপি। এবার সেই শুভেন্দুর কনভয় ধাওয়া করার ঘটনায় দুই যুবককে গ্রেফতারের ঘটনা ঘটল। তাও আবার অধিকারীদের খাসতালুকে।

লটারিতেই লাল অনুব্রতর মেয়ে! পঞ্চম টিকিট জয়ের সন্ধান পেল সিবিআই

You might also like