Latest News

কেরলে এসডিপিআই নেতা খুনে গ্রেফতার ২ আরএসএস কর্মী, নিহতের গ্রামেরই লোক

দ্য ওয়াল ব্যুরো: আলোড়ন ফেলে দেওয়া জোড়া হত্যাকাণ্ডে উত্তপ্ত কেরল (kerala)। সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া (এসডিপিআই)র (sdpi) রাজ্য সম্পাদক কে এস শান খুন হন শনিবার রাতে। আলাপ্পুঝায়। তার  কয়েক ঘন্টার মধ্যেই রবিবার সকালে হত্যা করা হয় বিজেপির (bjp) ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক রঞ্জিত শ্রীনিবাসকে।  শান হত্যার বদলা নিতেই শ্রীনিবাসের খুন, এমনটাই সন্দেহ।  শানের হত্যাকাণ্ডের তদন্তে নেমে কেরল পুলিশ সোমবার প্রসাদ ও রথিশ নামে দুই আরএসএস (rss) কর্মীকে গ্রেফতার (arrest) করেছে বলে জানিয়েছেন আলাপ্পুঝার পুলিশ সুপার জি জয়দেব। নিহত শান যে গ্রামের (village) লোক, তারাও সেখানকারই বাসিন্দা। শানের  হত্যার ষড়যন্ত্রে (conspiracy) তাদের ভূমিকা ছিল বলে দাবি পুলিশের। শানের হামলাকারীদের গাড়ির ব্যবস্থা তারা করেছিল বলে জানিয়েছেন জয়দেব। যারা তাঁকে খুন করে, তারা সহ আটজন এখনও অধরা।

এদিকে বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক খুনেও অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। রঞ্জিতের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ৬টি দুচাকার যানে সেই রাস্তায় ঢুকছে ১২ জন।

পুলিশ বলছে, রঞ্জিতের হত্যাকাণ্ড একেবারে অপ্রত্যাশিত কেননা রাজনৈতিক বিরোধীদের হিট লিটে  কখনও তাঁর নাম ছিল না।

জোড়া খুনের জেরে রাজ্য পুলিশ প্রধান অনিল  কান্ত বাহিনীকে আগামী তিনদিন রাজ্যে নজরদারি জোরদার করতে বলেছেন। প্রকাশ্য রাস্তায় পুলিশ পিকেট বাড়াতে বলা হয়েছে। গাড়ি তল্লাশিও বাড়াতে  হবে। মিছিল, জমায়েত ও লাউডস্পিকার ব্যবহারে নিয়ন্ত্রণ থাকবে।

রঞ্জিত ছিলেন জেলা আদালতের অ্যাডভোকেট। আলাপ্পুঝার গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য হয়েছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের নেতৃত্বে বিজেপি প্রতিনিধিদল।

এদিকে প্রশাসনের ডাকা সর্বদল বৈঠক সোমবারের বদলে হবে আগামীকাল। যেদিন প্রয়াত নেতার শেষকৃত্য, সেদিন বৈঠক ডেকে তাঁকে অসম্মান করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে তা বয়কট করে বিজেপি।

 

You might also like