
দ্য ওয়াল ব্যুরো: গত ৭ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার দেবনগর এলাকায় এক বৃদ্ধ ও বৃদ্ধাকে মারধর করে তাঁদের পোস্ট কোভিড চিকিৎসার জন্য বাড়িতে রাখা প্রায় সাড়ে চার লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছিল ডাকাত দল। একইসঙ্গে নিয়ে গিয়েছিল দেড় লক্ষাধিক টাকার সোনার গয়নাও।
বৃদ্ধ দম্পতি এরপর থানায় অভিযোগ দায়ের করতেই তদন্তে নামে জলপাইগুড়ি জেলা পুলিশ। অবশেষে ১১ তারিখ, শনিবার গভীর রাতে জলপাইগুড়ির পাঙ্গা সাহেব বাড়ি এলাকা থেকে পলাশ বিশ্বাস ও সম্রাট রায় নামের দুই যুবককে এই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।
‘স্বাস্থ্যসাথী’, ‘আবাস যোজনা’ সব ফেল, সরকারি সাহায্যের আশায় চাঁচলের বৃদ্ধ দম্পতি
রবিবার দুই অভিযুক্তকে জেলা আদালতে তোলা হয়। ঘটনায় জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন ডাকাতির অভিযোগে আমরা দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। এদের ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।
এদিকে, দুই অভিযুক্ত গ্রেফতার হলেও খোয়া যাওয়া সোনার গয়না ও চার লক্ষ টাকার হদিস এখনও মেলেনি। পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁরা খুব শীঘ্রই খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করবেন। তারপরই সেগুলি তুলে দেওয়া হবে সেই বৃদ্ধ দম্পতির হাতে।