
ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডায়নামিক্স লিমিটেড একসঙ্গে এই মিসাইল দু’টি ভারতীয় সেনার জন্য তৈরি করেছে। ডিআরডিও সূত্রের খবর, বছরের যে কোনও সময়ে, যে কোনও আবহাওয়াতেই এই মিসাইল দু’টি কাজ করতে পারবে। ২৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে যে কোনও নিশানায় নির্ভুল আঘাত হানার ক্ষমতা রয়েছে এই দু’টি মিসাইলের।
India successfully test fires quick reaction surface to air missile off the coast of Odisha. Two missiles were tested by the DRDO for the missile being developed for the Army. pic.twitter.com/5W9Hjmj45L
— ANI (@ANI) February 26, 2019
তবে এই প্রথম নয়। এর আগেও এই ধরনের মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল দু’বার। প্রথম বার হয়েছিল ২০১৭ সালের ৪ জানুয়ারি। দ্বিতীয় বার, গত বছরের ৩ জুলাই। তার পরে মঙ্গলবার আবার আরও এক বার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল এই অস্ত্রের।