Latest News

এনআরএস ও ন্যাশনাল মেডিক্যালের দুই চিকিৎসকের কোভিড পজ়িটিভ, স্বাস্থ্য ভবন যদিও কিছু জানায়নি

দ্য ওয়াল ব্যুরো: এনআরএস হাসপাতালে ফের করোনাভাইরাসে সংক্রামিত এক চিকিৎসক। সূত্রের খবর, ইউরোলজি বিভাগের ওই মেডিক্যাল অফিসার সম্প্রতি এক রোগীর চিকিৎসা করেছিলেন, যিনি করোনায় আক্রান্ত বলে ধরা পড়েন। সেখান থেকেই ওই চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন সকলে

পাশাপাশি,পার্কসার্কাস ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসকও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই দুই ক্ষেত্রেই স্বাস্থ্য ভবন এখনও কিছু জানায়নি।

এনআরএসের আক্রান্ত চিকিৎসকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে। তাঁর পরিবারের ও আশপাশের মানুষদেরও কোয়ারেন্টাইনে পাঠিয়ে পরীক্ষা করানো হচ্ছে বলে জানা গেছে।

এই নিয়ে অনেক জন চিকিৎসকই আক্রান্ত হলেন করোনা সংক্রমণে। প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। কলকাতা মেডিক্যাল কলেজ তো কার্যত হটস্পট হয়ে উঠেছিল করোনার। তার পরেও নানা হাসপাতাল থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার খবর আসে।

You might also like